Abhishek Banerjee: '৪ বছর এলাকায় যাননি! সোমবারের মধ্যে ইস্তফা দিন', পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি অভিষেকের

 এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন, 'এমনকী হল তিন-চার বছরে যে হঠাৎ করে রানাঘাটের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দলের সাধারণ সম্পাদক হিসাবে বলছি, কোনও ভুল-ত্রুটি হলে আমাকে ক্ষমা করুন।'

Updated By: Dec 17, 2022, 04:16 PM IST
Abhishek Banerjee: '৪ বছর এলাকায় যাননি! সোমবারের মধ্যে ইস্তফা দিন', পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি অভিষেকের
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্য পঞ্চায়েত ভোট। শনিবার তাই মাতুয়া গড়ে অভিষেকের সভা। বিধানসভা নির্বাচনে খারাপ ফল করার পরই জমি শক্ত করতে রানাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকেই জোড়ালো রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রানাঘাটের সভা যে হাইভোল্টজ হবে আগে থেকেই তা আন্দাজ করা গিয়েছিল। মঞ্চ থেকে আচমকা পঞ্চায়েত প্রধানের ইস্তফার ঘোষণার তা স্পষ্ট হল। 

আরও পড়ুন, Amit Shah in Kolkata: কেন্দ্র রাজ্য টানাপোড়েনের মাঝেই কলকাতায় অমিত শাহ, একান্ত আলাপচারিতা নবান্নের চোদ্দতলায়

বিধানসভা নির্বাচনে কৃ্ষ্ণনগর ছাড়া পুরো নদীয়া জেলা থেকে তেমন ভোট পায়নি তৃণমূল কংগ্রেস। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন, এমন কি হল তিন-চার বছরে যে হঠাৎ করে রানাঘাটের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দলের সাধারণ সম্পাদক হিসাবে বলছি, কোনও ভুল-ত্রুটি হলে আমাকে ক্ষমা করুন। ঘরের ছেলেকে শাসন করুন কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। পরিযায়ী পাখিদের ভোটের পর আর দেখতে পাবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পাবেন। বিধানসভা নির্বাচনের সময় থেকে কিছু মানুষের জন্য নদীয়া তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভয় পাবেন না নজরদারির দায়িত্বে আমি রয়েছি। 

পঞ্চায়েত নির্বাচনের কথা বলে অভিষেক বলেন, ভোট অবাধ হবে। দায়িত্ব আমার। ইডি-সিবিআই লাগিয়ে মোদী-শাহ ভয় দেখাবার চেষ্টা করেছে। অতীতেও মাথা উঁচু করে গিয়েছি ভবিষ্যতেও যাব। আপনার-আমার মধ্যেকার কোনও দেওয়াল থাকবে না। সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। কোনও নেতাদের প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ইডি-সিবিআই লাগিয়ে মোদী-শাহ ভয় দেখাবার চেষ্টা করেছে। অতীতেও মাথা উঁচু করে গিয়েছি ভবিষ্যতেও যাব। 

সরাসরি অভিষেক জানান, 'পঞ্চায়েত ভোট সুস্থভাবে হবে গা জোয়ারি করলে একঘণ্টায় দল থেকে বার করে দেব। ২ ঘণ্টার মধ্যে দলের অ্যাডমিনিস্ট্রেশনকে বলে ব্যবস্থা নেব। যারা একুশে বেইমানি করেছেন আমার কাছে সব তালিকা রয়েছে। ঠিকাদারি করলে পঞ্চায়েতের টিকিট নয়। আপনারা যাকে পঞ্চায়েতে দাঁড় করাতে চান তারাই দাঁড়াবে। এদিন নাম ধরে পার্থ প্রতিম দেকে আক্রমণ করেন অভিষেক।' 

সভামঞ্চ থেকে তিনি বলেন, 'পার্থ প্রতিম দে আপনি কি আছেন? থাকলে বলুন শেষ কবে গ্রামে গিয়েছিলেন? প্রধান থাকবেন কেন? সোমবারের মধ্যে ইস্তফা দিন। চারবছর এলাকায় যাননি। তোপ দেগে তিনি বলেন, ব্লক সভাপতিদের বলছি প্রধান কাজ না করলে তার দায় আপনারও।' 

আরও পড়ুন, Haridevpur Case: মায়ের মদতেই লাগাতার তিন দিন ধর্ষণ! পুলিসের হাতে ধৃত মা ও ছেলে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.