নালিশ জানিয়ে উপাচার্যের ক্ষোভের মুখে পড়ুয়ারা

বিশ্বভারতীতে সাংবাদিকতা বিভাগের ছাত্রীদের যৌনহেনস্থার অভিযোগ। নালিশ জমা পড়েছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরেও। নালিশ জানিয়ে উপাচার্যের ক্ষোভের মুখে পড়ুয়ারা। চলছে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা। তদন্ত শেষের আগেই কাজের মেয়াদ বেড়েছে অভিযুক্ত শিক্ষকের।

Updated By: Apr 9, 2017, 08:23 PM IST
নালিশ জানিয়ে উপাচার্যের ক্ষোভের মুখে পড়ুয়ারা

ওয়েব ডেস্ক: বিশ্বভারতীতে সাংবাদিকতা বিভাগের ছাত্রীদের যৌনহেনস্থার অভিযোগ। নালিশ জমা পড়েছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরেও। নালিশ জানিয়ে উপাচার্যের ক্ষোভের মুখে পড়ুয়ারা। চলছে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা। তদন্ত শেষের আগেই কাজের মেয়াদ বেড়েছে অভিযুক্ত শিক্ষকের।

বিশ্বভারতীতে সাংবাদিকতা বিভাগের ছাত্রীদের যৌনহেনস্থার অভিযোগ। নাম জড়িয়েছে  উপাচার্য ঘনিষ্ঠ অস্থায়ী এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিশাখা কমিটিতে  নালিশ জানিয়েছেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ,  পাশে দাঁড়ানোতো দূরের কথা, নালিশ জানানোয় উল্টে  উপাচার্যেরই বকুনির মুখে পড়তে হয়েছে  তাদের। কাজের মেয়াদও বেড়েছে অভিযুক্ত অধ্যাপকের।

ক্লাসে ঢুকে পড়ুয়াদের কী বলেছিলেন উপাচার্য? সেই অডিও হাতে এসেছে ২৪ ঘণ্টায়। কেন অভিযুক্ত অধ্যাপকের পুনর্বহাল?শুধু পড়ুয়ারা নয় সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমহলও। অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বিভাগীয় প্রধান বিপ্লব লোহ চৌধুরী। অভিযোগ সত্যি না মিথ্যে তা তদন্ত সাপেক্ষ? পড়ুয়াদের প্রশ্ন, কিন্তু তা ধামাচাপা দেওয়ার চেষ্টা কতটা যুক্তিসঙ্গত? যা শিক্ষকদের কাছ থেকে কখনওই কাম্য নয়।

.