Panchayat Election 2023: প্রচারে বেরিয়ে ভোটারকে 'মার'! গ্রেফতার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে নেমে পড়েছেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা।
চম্পক দত্ত: প্রচারে বেরিয়ে ভোটারকে 'মার'! কেন? গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী। 'মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে', দাবি অভিযুক্তের। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারে নেমে পড়েছেন শাসক ও বিরোধী দলের প্রার্থীরা। ব্যতিক্রম নয় পশ্চিম মেদিনীপুর জেলাও।
জানা গিয়েছে, চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মানিককুণ্ডু পঞ্চায়েতের ৮ নম্বর আসনে বিজেপি প্রার্থী পলাশ বাগ। গতকাল, শনিবার গ্রামে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে দলের কর্মী-সমর্থকরাও।
এই মানিকুণ্ডু পঞ্চায়েতের অন্তর্গত শালঝাটি গ্রামের বাসিন্দা চন্দন বন্দ্যোপাধ্যায়। স্রেফ কথা কাটাকাটি নয়, বাড়িতে প্রচার করতে গিয়ে চন্দনকে নাকি মারধর করেন বিজেপি প্রার্থী! তারপর? থানায় অভিযোগ দায়ের করেন 'আক্রান্ত' ভোটার। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত পলাশ বাগকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন: Panchayat Election 2023: তৃণমূল বিধায়কের স্বামীর বিরুদ্ধে নালিশ ঠুকে বহিষ্কৃত দলেরই নেত্রী!
এদিকে অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, 'মনোনয়ন পেশ করার পর, প্রচারে বেড়িয়েছিলাম। কিছু লোককে নিয়ে প্রচারে বেড়িয়েছিলাম গ্রামে। চন্দন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ওনাকে গিয়ে কিছু কথা বলার পরেই আমাদের ছেলেদের উপর চড়াও হয়, মারধর করে। আমি ছাড়াতে যাই, আমাকেও মারধর করে। আহত হয়েছি। সে আবার আমার নামে কেস করেছে'।
বিজেপির মণ্ডল সভাপতি সবুজ মজুমদার বলেন, 'আমরাও পাল্টা কেস করেছি যে, প্রার্থীর উপরে অত্যাচার হয়েছে। তার কোনও কোনও পদক্ষেপ নেই'।
কী প্রতিক্রিয়া তৃণমূলের? চন্দ্রকোনা ১ নম্বরের ব্লক সভাপতি মহাদেব মল্লিক বলেন, 'বিজেপির এখন মানুষের কাছে যাওয়ার কোনও পন্থা বা পথ নেই। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলকে অভিযুক্ত করার চেষ্টা চলছে! আমরা ব্যাপারটা খতিয়ে দেখেছি। তৃণমূল-বিজেপি নয়, বিজেপি নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মারপিট হয়েছে'।