তৃণমূল প্রার্থী মুনমুন সেনের নামে দেওয়াল লিখনের ওপর কালি, অভিযুক্ত বিজেপি

মুনমুন সেনের সমর্থনে নিয়ামতপুরের লিথুরিয়া রোডের ধারে দেওয়াল লিখন করেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। 

Updated By: Mar 20, 2019, 11:05 AM IST
তৃণমূল প্রার্থী মুনমুন সেনের নামে দেওয়াল লিখনের ওপর কালি, অভিযুক্ত বিজেপি

নিজস্ব প্রতিবেদন: আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের দেওয়াল লিখনের উপর কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুর লিথুরিয়া রোডে। ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। 

 

বাঁকুড়ার বিদায়ী সাংসদ মুনমুন সেন এবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। গত রবিবার থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। কখনও রিকশায়, কখনও হেঁটে প্রচার সারছেন। তারকা প্রার্থীকে দেখতে আসানসোলের রাস্তায় ভিড় জমছে স্থানীয়দের। তাঁর সমর্থনে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন হয়েছে। কিন্তু এরই মধ্যে অপ্রীতিকর ঘটনা।

৫ হাজারের বেশি লিড দিলে ১ কোটি, কাউন্সিলরদের টোপ আসানসোলের মেয়রের

মুনমুন সেনের সমর্থনে নিয়ামতপুরের লিথুরিয়া রোডের ধারে দেওয়াল লিখন করেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। বুধবার সকালে দেখা যায়, সেই দেওয়াল লিখনের ওপর নীল রঙ লেপা রয়েছে। মঙ্গলবার রাতেই বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ তৃণমূলের।

আনুষ্ঠানিক ঘোষণার আগেই Zee ২৪ ঘণ্টার হাতে বামেদের দ্বিতীয় প্রার্থীতালিকা

বুধবার সকালে তৃণমূলের পক্ষ থেকে নিয়ামতপুর ফাঁড়িতে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 
 এলাকায় অশান্তি সৃষ্টি করতেই এই কাজ করেছে বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান প্লাস্টিক বা অন্য কিছুতে করে রঙ নিয়ে এসে দেওয়ালে ছুড়ে ফেলা হয়েছে ।  পুলিশ তদন্ত করে দেখছে। 

.