স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মুকলেসুর রহমান। বাড়ি, দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্রামে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। টিফিন পরিষদ শেষ। দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল মুকলেসুর। তখনই ঘটে বিপত্তি।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম মুকলেসুর রহমান। বাড়ি, দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্রামে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। টিফিন পরিষদ শেষ। দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল মুকলেসুর। কবে? আজ, বৃহস্পতিবার।
কীভাবে বিস্ফোরণ? এলাকার লোকজনের দাবি, রাস্তার পাশে নাকি পড়েছিল বোমা! বল ভেবে সেই বোমাটি কুড়িয়ে নিয়েছিল মুকলেসুর। এরপর দেওয়ালে ছুঁড়ে মারতেই ঘটে বিস্ফোরণ। গুরুতর হয় প্রাথমিক স্কুলপড়ুয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠালে, মুকলেসুরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ব্যবধান মাত্র মাস দুয়েকের। মুর্শিদাবাদেরই ফরাক্কায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল ৩ শিশু। কীভাবে? স্থানীয় সূত্রে খবর, ফরাক্কার হাউসনগর এলাকায় একটি আইসিডিএস সেন্টার থেকে খাবার আনতে যাচ্ছিল তারা। রাস্তায় বল ভেবে হাতে তুলে ফেলে বোমা। আর সেই বোমা ছুঁড়তেই ঘটে বিস্ফোরণ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)