জলপাইগুড়িতে পুজো মণ্ডপেই তৈরি হল Covid Management Camp

সমিতির আহ্বায়ক উত্তম বসু জানালেন, মানুষের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ

Updated By: May 11, 2021, 08:48 PM IST
জলপাইগুড়িতে পুজো মণ্ডপেই তৈরি হল Covid Management Camp

নিজস্ব প্রতিবেদন: চারদিকে অক্সিজেনের হাহাকার। হাসপাতালে বেড না পাওয়ার অভিযোগ। এরকম এক পরিস্থিতিতে করোনা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এল জলপাইগুড়ি পুরসভার মুহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো সমিতি। পুজোমণ্ডপ বদলে গেল কোভিড ম্যানেজমেন্ট ক্যাম্পে।

আরও পড়ুন-চিকিৎসার নামে যেন অক্সিজেনের অপচয় না হয়: নয়া নির্দেশিকা রাজ্যের   

কী রয়েছে ওই ক্যাম্পে? পুজো কমিটির সদস্যদের দাবি, জলপাইগুড়ি(Jalpaiguri) পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে করোনা রোগীরদের প্রাথমিক সাহায্য করতে তৈরি হয়েছে ওই ক্যাম্প। সমিতির পুজো তহবিলের টাকায় কেনা হয়েছে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, পিপিই কিট-সহ অন্যান্য সামগ্রী।

আরও পড়ুন-রাজ্যে উদ্বেগ বাড়ছে, একদিনে ২০ হাজার পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা 

সমিতির আহ্বায়ক উত্তম বসু জানালেন, মানুষের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তৈরি রয়েছে একটি ক্যুইক অ্যাকশন টিম। দিনরাত ২৪ ঘণ্টা সক্রিয় থাকছে ওই হোয়াটসঅ্য়াপ গ্রুপ। সহায়তা চেয়ে কোনও ফোন বা মেসেজ এলেই সেখানে পৌঁছে যাচ্ছেন টিমের সদস্যরা। পাশাপাশি, তৈরি করা হয়েছে একটি সেফ হোমও(Safe Home)। সেখানে এসে আইসোলেশনে থাকতেও পারবেন এলাকার করোনা রোগীরা।

.