করোনার শিকার রেলের জওয়ানরাও, পজেটিভ রিপোর্ট মিলল ৮ জনের শরীরে, আতঙ্কে খড়গপুর

খড়গপুর টিভি হাসপাতালের কোয়ারেন্টাইনে ১৮ জনের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসায় নড়েচড়ে বসে রেল প্রশাসন

Updated By: Apr 24, 2020, 09:20 AM IST
করোনার শিকার রেলের জওয়ানরাও, পজেটিভ রিপোর্ট মিলল ৮ জনের শরীরে, আতঙ্কে খড়গপুর
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনার শিকার রেল সুরক্ষা বাহিনীর (RPF) জওয়ানরাও। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা রেল শহর খড়গপুরে। সূত্রের খবর, নতুন করে ৮ জওয়ানের পজেটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে একজন উলবেড়িয়া, একজন মেচাদা এবং বাকি ৬ জন খড়গপুর টিভি হাসপাতালের কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন।

খড়গপুর টিভি হাসপাতালের কোয়ারেন্টাইনে ১৮ জনের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসায় নড়েচড়ে বসে রেল প্রশাসন। ওই জওয়ানদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, কিছু দিন আগে রেলের অস্ত্র নিতে দিল্লিতে গিয়েছিলেন ওই জওয়ানরা। তারপরই তাঁদের করোনা উপসর্গ লক্ষ্য করা যায়। দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বিবেকানন্দ নারায়ণ জানান, অস্ত্র নিতে দিল্লিতে যায় আরপিএফ-এর ২৮ জওয়ান। যার মধ্যে ওড়িশায় কর্মরত এক জওয়ানের মধ্যে করোনা পজেটিভ মেলে। তারপরই  বাকি জওয়ানদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

আরও পড়ুন- ঝাড়গ্রামে পুলিস লাইনের ছাদ থেকে এলোপাথাড়ি গুলি কনস্টেবলের 

রেল সূত্রে খবর, ওই জওয়ানরা আর কারোর সংস্পর্শে এসেছিলেন কিনা, তা তদন্ত করে দেখছে। প্রয়োজনে তাঁদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হতে পারে বলে খবর। 

.