কম্পিউটার সার্ভিসের নামে প্রতারণা চক্র, এক ফোনেই ব্যাঙ্ক থেকে উধাও লক্ষ লক্ষ টাকা
এর সঙ্গে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইউকে-সহ বিভিন্ন দেশের বহু লোক যুক্ত বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: অনলাইনে আবারও আর্থিক প্রতারণা চক্রের হদিস পেল সোনারপুর থানা। জানা গিয়েছে এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১৬ লাখ টাকার বেআইনি ট্রানজাকশন হয়। ঘটনার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক সেই খবর দেয় সোনারপুর থানাকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে অস্ট্রেলিয়া থেকে এসেছে এই টাকা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জন লি নামে এক ব্যক্তি এই ট্রানজেকশন করেন। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কলকাতায় বেশ কিছু অবৈধ কল সেন্টারের হদিস পায় পুলিস। যাদবপুরের একটি কল সেন্টারে হানা দিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় আরও ৩১ জনকে।
আরও পড়ুন: বিজেপিতেই থাকছেন শোভন, জল্পনার মাঝেই আশ্বাস কর্মীদের
জানা গিয়েছে, কম্পিউটার সার্ভিস দেওয়ার নাম করে টিম ভিউয়ারের মাধ্যমে নানান ব্যক্তির ব্যঙ্কিং তথ্য পাচার করত তাঁরা। তারপর ঘটত আর্থিক প্রতারণা। এর সঙ্গে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইউকে-সহ বিভিন্ন দেশের বহু লোক যুক্ত বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কিছু কম্পিউটার, হার্ডডিস্ক, ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিস।