বাসভাড়া বাড়াতে হবে না; বন্ধ হোক টোটো, দাবি হুগলি বাস মালিক সংগঠনের

বাস চালকদের বক্তব্য়, বাস চালু হলে যদি তাতে ক্ষতি হয় তাহলে ফের কাজ হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে

Updated By: Jun 30, 2021, 07:55 PM IST
বাসভাড়া বাড়াতে হবে না; বন্ধ হোক টোটো, দাবি হুগলি বাস মালিক সংগঠনের

নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার থেকে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে চালু হচ্ছে বাস পরিষেবা। এনিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বাস মালিকদের দাবি, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। এর উল্টো ছবি চুঁচুড়ায়।

আরও পড়ুন-VVIP-দের জন্য বিমান ভাড়া করছে রাজ্য; ভোটের প্রচারই আসল উদ্দেশ্য, মমতাকে নিশানা শুভেন্দুর

হুগলি(Hooghly) জেলা বাস মালিক সংগঠনের দাবি, বাসের ভাড়া বাড়াতে হবে না। টোটো চলাচল বন্ধ করা হোক। কারণ টোটোর জন্য বিপুল টাকার ক্ষতি হয় বাস মালিকদের।  জিটি রোডে ব্যান্ডেল থেকে উত্তরপাড়া পর্যন্ত কোনও টোটো যাতে না চলে তা নিশ্চিত করুক জেলা প্রশাসন। তা হলে ভাড়া না বাড়িয়ে বাস চালানো সম্ভব।

আরও পড়ুন-'আগে কোভ্যাক্সিন কেলেঙ্কারির নিষ্পত্তি করুন', কেন্দ্রের চিঠিতে পাল্টা Kunal  

এদিকে, বাস চালকদের বক্তব্য়, মালিকপক্ষ যখন বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে তখন অবশ্যই বৃহস্পতিবার থেকে বাস চালাব। এই লকডাউনে(Lockdown) সংসার কীভাবে চলছে তার খোঁজ নেয়নি মালিক পক্ষ বা সরকার। এখন বাস চালু হলে যদি তাতে ক্ষতি হয় তাহলে ফের কাজ হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.