লকডাউনে বন্ধ ল্যাবরেটরি, বীরভূমে সমস্যায় পড়তে হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের

বিশেষত, সব থেকে বেশি সমস্যায় পড়েছেন অন্তঃসত্ত্বা মহিলারা।  তাঁদের ইউ.এস.জি করানোর প্রয়োজন পড়লেও.  তাঁরা করাতে পারছেনা। 

Updated By: Apr 10, 2020, 10:30 AM IST
লকডাউনে বন্ধ ল্যাবরেটরি, বীরভূমে সমস্যায় পড়তে হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের

নিজস্ব প্রতিবেদন: করোনা রোগীদের চিকিত্সা করতে গিয়ে যাতে অন্যান্য রোগীরা অবহেলিত না হন, তার জন্য বারবার সচেতন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও বেশ কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটে যাচ্ছে।
  লকডাইনের জেরে বীরভূমের সিউড়ি ও বোলপুরের সমস্ত প্রাইভেট প্যাথোলজি ল্যাব বন্ধ।  আর সে কারনে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ রোগীদের৷ বিশেষত, সব থেকে বেশি সমস্যায় পড়েছেন অন্তঃসত্ত্বা মহিলারা।  তাঁদের ইউ.এস.জি করানোর প্রয়োজন পড়লেও.  তাঁরা করাতে পারছেনা। 

আজ ইউটিউব-লাইভে যীশুর কাছে প্রার্থনা জানাবেন রাজ্যের ঘরবন্দি এক লক্ষ মানুষ
শুধু তাই নয়, অনেকেই ইইজি.  সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ন  পরীক্ষার প্রয়োজন পড়লেও, তাঁরা পারছেন না করতে। সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের৷ উল্লেখ্য, কলকাতাতেও অনেক হাসপাতালে অ্যান্যান্য রোগীদের যথাযথ চিকিত্সা হচ্ছে না বলে অভিযোগ। একাধিক অভিযোগ উঠে এসেছে। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

.