আজ ইউটিউব-লাইভে যীশুর কাছে প্রার্থনা জানাবেন রাজ্যের ঘরবন্দি এক লক্ষ মানুষ

কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং তাঁর নিজ বাসস্থান থেকে ইউটিউবে লাইভে প্রার্থনা করবেন। আর রাজ্যের বিভিন্ন প্রান্তে বসে খ্রীষ্টান ধর্মের মানুষ সেই লাইভ দেখে বিশপের সঙ্গে প্রার্থনা করবেন।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Apr 10, 2020, 09:47 AM IST
আজ ইউটিউব-লাইভে যীশুর কাছে প্রার্থনা জানাবেন রাজ্যের ঘরবন্দি এক লক্ষ মানুষ

নিজস্ব প্রতিবেদন: কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব। মারণ ভাইরাসের মোকাবিলায় অনবরত লড়াই চালিয়ে যাচ্ছে মানবজাতি। আর এই লড়াইয়ে যেন বাকি সব কিছুই ফিকে হয়ে গিয়েছে। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে-এটাই একমাত্র উপায়। ঘরে থাকতে হবে- যুদ্ধ জেতার মূল মন্ত্রও এটাই। তাই গুড ফ্রাইডতেও মানুষ যাতে ঘরে থেকেই তাঁদের ইশ্বর আরাধনা করতে পারে, তারই ব্যবস্থা করল প্রশাসন।
লকডাউনে বন্ধ রাজ্যে সব চার্চগুলিও। অন্যান্যবার গুড ফ্রাইডেতে চার্চগুলিতে উপচে পড়ে মানুষের ভিড়। সকলে প্রার্থনা জানান যীশুকে। কিন্তু এবার ঘরবন্দি রাজ্যবাসী। তাই ঘরে বসেই যাতে সকলে একসঙ্গে যীশুর আরাধনা করতে পারেন, তার জন্য ব্যবস্থা করা হল।

করোনা আতঙ্কে কাঁপছে 'হটস্পট' হাওড়া, সরানো হল CMOH-কে
কী সেই ব্যবস্থা?
ইউটিউব- হ্যাঁ, এর মাধ্যমেই আজ দুপুর ১২টায় ইশ্বরের কাছে প্রার্থনা করবেন প্রায় এক লক্ষ মানুষ।
কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং তাঁর নিজ বাসস্থান থেকে ইউটিউবে লাইভে প্রার্থনা করবেন। আর রাজ্যের বিভিন্ন প্রান্তে বসে খ্রীষ্টান ধর্মের মানুষ সেই লাইভ দেখে বিশপের সঙ্গে প্রার্থনা করবেন।
কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং বলেন, "অসম লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে মানবজাতি। আজ প্রভুর কাছে সকলের সুস্থ থাকার আর্জি জানানোই আমার প্রধান কর্তব্য।"

.