কোচবিহারে SP বদলে ক্ষুব্ধ তৃণমূল, দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ ডেরেকরা

পুলিস সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিষেক গুপ্তাকে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিস সুপার হচ্ছেন অমিত সিং।

Updated By: Apr 10, 2019, 08:10 AM IST
কোচবিহারে SP বদলে ক্ষুব্ধ তৃণমূল, দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ ডেরেকরা

নিজস্ব প্রতিবেদন: কোচবিহারের পুলিস সুপার বদলে তুঙ্গে রাজনৈতিক তরজা। আগামিকাল, বৃহস্পতিবার দিল্লি দরবার তৃণমূলের। ভোটের এক দিন আগেই পুলিস সুপারের অপসারণের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল। থাকছেন ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, চন্দন মিত্র। 

 

প্রসঙ্গত, ভোটের একদিন আগেই কোচবিহারের পুলিস সুপারকে সরিয়ে দেওয়া হয়। পুলিস সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিষেক গুপ্তাকে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিস সুপার হচ্ছেন অমিত সিং। উল্লেখ্য, অভিষেক গুপ্তার নামে কিছুদিন আগেই কমিশনে অভিযোগ জানায় বিজেপি। কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী মোদীর সভা থেকে অভিষেক গুপ্তার বিরুদ্ধে প্রকাশ্যে পক্ষপাতিত্বের অভিযোগ জানান মুকুল রায়ও। 

প্রথম দফা নির্বাচনের আগে আলিপুরদুয়ার, কোচবিহারে আঁটোসাঁটো নিরাপত্তা

কেবলমাত্র বিজেপির 'মিথ্য়া' অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কীভাবে এই সিদ্ধান্ত নিতে পারে, তা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। 

.