ইভিএম কারচুপির অভিযোগ মমতার, পরাজয়ের আঁচ পেয়ে ছেঁদো যুক্তি দিচ্ছেন: বিজেপি

এক্সিট পোল মিলবে না বলে দাবি মমতার।    

Updated By: May 19, 2019, 11:26 PM IST
ইভিএম কারচুপির অভিযোগ মমতার, পরাজয়ের আঁচ পেয়ে ছেঁদো যুক্তি দিচ্ছেন: বিজেপি

নিজস্ব প্রতিবেদন: আরও একবার মোদী সরকারের আভাস দিচ্ছে বিভিন্ন চ্যানেলের বুথফেরত সমীক্ষা। কিন্তু এটা গোটাটাই নরেন্দ্র মোদীর গেমপ্ল্যান বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা বিজেপির দাবি, বুথফেরত সমীক্ষার পর মমতার প্রতিক্রিয়া বলে দিচ্ছে লোকসভা ভোটের ফল কী হতে চলেছে। 

এদিন বুথফেরত সমীক্ষার ফল প্রকাশের পরই টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ''এক্সিট পোল একটা গুজব। বিশ্বাস করি না। কয়েক হাজার ইভিএম সরিয়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। বিরোধীদের একজোট হওয়ার আবেদন করছি। একসঙ্গে যুদ্ধ জয় করব''।                            
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,''গোটটাই গুজব। এরা কেউ ভগবানের দূত নয়, বলে দিল কে কাকে ভোট দিয়েছে? ২০১৬ সালে এরা আমাদের হারিয়ে দিয়েছিল। এটা একটা চক্রান্ত''। বাংলায় শেষলগ্নে প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, বাংলাই এবার তাঁকে তিনশো পার করিয়ে দেবে। সেই প্রসঙ্গ স্মরণ করিয়ে মমতা বলেন, ''তিনশোর বেশি আসন পেয়ে গিয়েছি বলে দাবি করেছেন মোদী। মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠার জন্য সমীক্ষার এমন আভাস। ওরা ইভিএম বদলাতে পারে। এর পাশাপাশি বিরোধীরা তত্পরতা শুরু করেছে। দেখা করছেন। যোগাযোগ রাখছেন। অভিন্ন কর্মসূচি নিয়েও শুরু হবে। এটার মাধ্যমে রটিয়ে দিল, বিজেপি আসছে জোট করে লাভ নেই। বিরোধীদের দুর্বল করে দেওয়ার ছক''।

টুইটারে মমতাকে পাল্টা দিয়েছে বঙ্গ বিজেপি। তাদের বক্তব্য, ''বাস্তবকে অস্বীকার করা ছাড়ুন দিদি। পরাজয়ের আগে ছেঁদো যুক্তি সাজিয়ে এক্সিট পোলের আভাসকেই মান্যতা দিচ্ছেন আপনি। আপনার দিন ফুরিয়ে এসেছে। সোনার বাংলা গড়তে পারে শুধুমাত্র বিজেপি। তৃণমূলের হারে পশ্চিমবঙ্গের নতুন যাত্রা নিশ্চিত হবে''।                         

সংখ্যাগরিষ্ঠ সমীক্ষকদেরই ইঙ্গিত, বাংলায় প্রথমবার গেরুয়া ঝড় উঠতে চলেছে। দুই অঙ্কের আসন পার করছে বিজেপি। 

আরও পড়ুন- গতবার মোদী ঝড়ের ইঙ্গিত অক্ষরে অক্ষরে মিলিয়ে এবার সুনামির আভাস টুডেজ চাণক্যর

আরও পড়ুন- দিদির রাজ্যে মোদী ঝড়ের ইঙ্গিত দিল টুডেজ চাণক্যের বুথফেরত সমীক্ষাও

আরও পড়ুন- বাম-কংগ্রেসের ভোট কেড়ে বাংলায় বৃহত্তম দল হচ্ছে বিজেপি, ইঙ্গিত আরও একটি সমীক্ষার

আরও পড়ুন- বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি, বলছে জন কি বাতের বুথফেরত সমীক্ষা

.