Nadia: শনিবার আটক; রবিবার এল মৃত্যুর খবর, নদিয়ায় গুরুতর অভিযোগ পুলিসের বিরুদ্ধে

মৃতের ভাইপোর দাবি, পুলিস ওকে পিটিয়ে মেরেছে। কাকা হরিয়ানাতে ছিল। কী হল কিছুই বুঝতে পারছি না

Updated By: Dec 5, 2021, 04:31 PM IST
Nadia: শনিবার আটক; রবিবার এল মৃত্যুর খবর, নদিয়ায় গুরুতর অভিযোগ পুলিসের বিরুদ্ধে
মৃতের স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: পুলিসি হেপজতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল নদিয়ায়। শনিবার ওই ব্যক্তিতে আটক করে নদিয়ার ভীমপুর থানার পুলিস। পরিবারের অভিযোগ ওই ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে পুলিস লকআপে।

নদিয়ার কালীগঞ্জ থানার বাসিন্দা আব্দুল গনি সেখকে(৪৫) শনিবার আটক করার পর রবিবার ভোরে পুলিস ফোন করে বলে মৃত্যু হয়েছে গনির। এমনটাই দাবি পরিবারের। এনিয়ে এখনও মুখ খুলতে চায়নি পুলিস। রবিবার অসুস্থ অবস্থায় গনিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকেরা।

আরও পড়ুন-INDvsNZ: কোন সুযোগ হাতছাড়া করেও Sunil Gavaskar-এর তালিকায় নাম লেখালেন Mayank Agarwal? 

কালীগঞ্জে গনির পরিবার রয়েছেন তাঁর মা ও স্ত্রী। গনির স্ত্রী সংবাদমাধ্যমে জানান, বাইরে কাজ করে গনি। মাঝে মধ্যে বাড়ি ফেরে। কয়েক দিন আগেই সে ঘরে এসেছিল। রবিবার ভোরই ওই মারাত্মক খবর পেলাম।

এলাকাবাসীর দাবি, পুলিস বলছে ও মারা গিয়েছে। কীভাবে মারা গেল তা তদন্ত করে দেখা হবে। তবে শুনতে পাচ্ছি কোনও কেসে ওকে ধরা হয়েছিল। মারধর করেছে বলেই মারা গিয়েছে।

মৃতের ভাইপোর দাবি, পুলিস ওকে পিটিয়ে মেরেছে। কাকা হরিয়ানাতে ছিল। কী হল কিছুই বুঝতে পারছি না।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.