দুবাইয়ে খুন নদিয়ার বাঙালি রাজমিস্ত্রী

নদিয়ার হোগলবেরিয়া থানার সীমান্তবর্তী জামসেরপুর এক নম্বর পঞ্চায়েতের কুচাইডাঙ্গা গ্রামের মধ্যপাড়ার বাসিন্ধা নির্মাণ শ্রমিক মহিবুল খান ।

Updated By: Aug 21, 2018, 06:20 PM IST
দুবাইয়ে খুন নদিয়ার বাঙালি রাজমিস্ত্রী

নিজস্ব প্রতিবেদন: ফের বিদেশে খুন বাঙালি রাজমিস্ত্রী।  ৮ই আগস্ট দুবাইয়ে ধারালো অস্ত্রে খুন হন নদিয়ার মহিবুল খান।  কেন তাঁকে খুন করা হল তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: বৌদি বলেছিলেন জানিয়ে দেবে সব কথা, ভয়েই আত্মঘাতী  ‘দেওর’

নদিয়ার হোগলবেরিয়া থানার সীমান্তবর্তী জামসেরপুর এক নম্বর পঞ্চায়েতের কুচাইডাঙ্গা গ্রামের মধ্যপাড়ার বাসিন্ধা নির্মাণ শ্রমিক মহিবুল খান ।বছর খানেক আগে   দুবাই কাজে গিয়েছিলেন তিনি। সেখানে মহিবুলের সাথেই থাকতেন আরও এক নির্মাণ শ্রমিক মুর্শিদাবাদ এর  সিটানাগর এর বাসিন্ধা কাবাতুল্লা মন্ডল।গত ৯ আগস্ট হঠাত্‍ই মহিবুলের বাড়িতে ফোন করে কাবাতুল্লা জানান  খুন হয়েছেন মহিবুল। 

আরও পড়ুন: শিক্ষিকার বাড়ি জানলা দিয়ে উঁকি দিতেই প্রতিবেশী ভাড়াটে যুবককে যে অবস্থায় দেখলেন...

খবর পাওয়ার পরই মহিবুলের দাদা আলম খান ভাইয়ের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগী হন। যোগাযোগ করেন স্থানীয় বিধায়ক মহুয়া মৈত্রের সঙ্গে। জনপ্রতিনিধি দের কাছে। খবর পেয়ে বাড়িতে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রফিক খান। বিধায়ক মহুয়া মৈত্রের  মূল উদ্যোগে মঙ্গলবার দেহ ফেরে বাড়িতে।ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

.