ট্রেন উঠে ‘জয় শ্রী রাম’ স্লোগান, প্রতিবাদে ট্রেন থামিয়ে চলল বিক্ষোভ

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। বাতাসপুর স্টেশন থেকে ৫৩৪১৮ বর্ধমান মালদা টাউনে ওঠেন বেশ কিছু যুবক। ট্রেনে উঠেই তাঁরা ‘জয় শ্রী রাম’  স্লোগান দিতে থাকেন। 

Updated By: Jul 2, 2019, 01:50 PM IST
ট্রেন উঠে ‘জয় শ্রী রাম’ স্লোগান, প্রতিবাদে ট্রেন থামিয়ে চলল বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন: ট্রেনে উঠে ‘জয় শ্রী রাম’ স্লোগান। তা নিয়ে দুপক্ষের বচসা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল, যে ট্রেন থামিয়ে চলল বিক্ষোভ। সোমবার রাতের এই ঘটনাকেঘিরে এখনও উত্তপ্ত আমোদপুর স্টেশন।

 

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। বাতাসপুর স্টেশন থেকে ৫৩৪১৮ বর্ধমান মালদা টাউনে ওঠেন বেশ কিছু যুবক। ট্রেনে উঠেই তাঁরা ‘জয় শ্রী রাম’  স্লোগান দিতে থাকেন।

হাইকোর্টের রায়ে স্বস্তিতে রাজীব কুমার, বাড়ল রক্ষাকবচের মেয়াদ

এরপর ট্রেনেই বেশ কয়েকজন যুবক তার প্রতিবাদ করে। এই নিয়ে দুপক্ষের বচসা হয়। অশান্তি চলাকালীন কয়েকজন যুবক ট্রেন থেকে নেমে সামনে চলে যান। আমোদপুর স্টেশনে লাইনের ওপর ওঠে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রায় ৪০ মিনিট ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে  যায় রেল পুলিশ ও সি আর পি এফ। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

.