হাউজিংয়ের ভিতর অবৈধ ক্লাব ভেঙে দিল পুলিস
Updated By: Sep 16, 2017, 09:56 AM IST

ওয়েব ডেস্ক: বরানগর বনহুগলি টেনামেন্ট হাউজিংয়ের ভিতর অবৈধ ক্লাব ভেঙে দিল পুলিস। কল্যাণ সঙ্ঘ নামে ওই ক্লাবটি বেআইনিভাবে, জমি জবরদখল করে গড়া হয়েছিল বলে অভিযোগ। বারাকপুর পুলিস কমিশনারেটের বিশাল পুলিসবাহিনী গতকাল গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ক্লাবটি। কোনও বাধা আসেনি।
সুলতানপুর গ্রামে গুলির লড়াইয়ে তৃণমূল কর্মীর মৃত্যু
পুলিসের আশঙ্কা ছিল, বড় ধরনের ঝামেলা হতে পারে। তাই আগাম সতর্কতা হিসেবে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়। নেতৃত্বে ছিলেন বারাকপুর DC,DD অজয় ঠাকুর। পুলিসের দাবি, ক্লাবটিকে সরে যেতে আগে বহুবার নোটিস দেওয়া হয়। তবুও কিছু যুবক জবরদস্তি জায়গাটি দখল করে ছিল। সেকারণেই শেষপর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করা হল।