বিচার চেয়ে সিউড়ি সংশোধনাগারে অনশনে ৬০ বিচারাধিন বন্দি

মাদক সংক্রান্ত অভিযোগে বীরভূম ও  অন্যান্য জেলা থেকেও প্রায় ৬০ জনকে গ্রেফতার করে বিভিন্ন থানার পুলিশ। 

Updated By: Jan 4, 2019, 02:44 PM IST
বিচার চেয়ে সিউড়ি সংশোধনাগারে অনশনে ৬০ বিচারাধিন বন্দি

নিজস্ব প্রতিবেদন:   সাক্ষী মেলেনি। সাক্ষ্য দিতে যাননি পুলিসকর্মীরাও।   জামিন না পাচ্ছেন না তাঁরা। বছরের পর বছর জেলেই থেকে যেতে হচ্ছে তাদের।  বিচার চেয়ে এবার সিউড়ি সংশোধনাগারের অনশনে বলল ৬০ বিচারাধীন বন্দি।

আরও পড়ুন: বালিগঞ্জ পার্কে অভিজাত ব্যবসায়ী পরিবারে ভাসুরকে দিয়ে স্ত্রীকে ‘ধর্ষণ’ স্বামীর!

মাদক সংক্রান্ত অভিযোগে বীরভূম ও  অন্যান্য জেলা থেকেও প্রায় ৬০ জনকে গ্রেফতার করে বিভিন্ন থানার পুলিশ। তাদের সবাইকেই সিউড়ি আদালতে তোলা তোলা হয়।  মাদক সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু হয় তাদের বিরুদ্ধে।  কিন্তু বারবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হলেও সাক্ষী দিতে যান না পুলিশকর্মীরা।

আরও পড়ুন: স্বামীর সঙ্গে বান্ধবীর প্রেম, বিচ্ছেদ, আর্থিক অনটন-গড়ফায় ৩ জনের আত্মহত্যার চেষ্টায় নয়া তথ্য

বেশিরভাগ সময়েই পুলিশকর্মীরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দোহাই দিয়ে আদালতে অনুপস্থিত থাকছেন এমনটাই দাবি করছেন আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়।  কোনও কোনও  বিচারাধীন বন্দি দু'বছর ধরেই রয়ে গিয়েছেন। দীর্ঘদিন যাবত জেল খাটলেও সাক্ষীর অভাবে জামিন হচ্ছে না তাদের।  এই অভিযোগে শুক্রবার  দুপুর দশটা থেকে অনশনে বসেছে প্রায় ৫০ জন বিচারাধীন বন্দি।

.