সন্ধে হলেই বিকট আওয়াজ হয় হোস্টেলে, ভূতের আতঙ্কে তুমুল বিক্ষোভ Nursing পড়ুয়াদের
হোস্টেল কর্তৃপক্ষের দাবি, সামনের সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হবে। সেই কারণেই পরীক্ষা দিতে ভয় পাচ্ছে পড়ুয়ারা
নিজস্ব প্রতিবেদন: হোস্টেলে রয়েছে ভূত। এরকম এক দাবি তুলে হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন শ'খানেক নার্সিং পড়ুয়া। তাদের দাবি, হোস্টেল অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। সোমবার এই ঘটনা ঘটে দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি নার্সিং হোস্টেলে।
আরও পড়ুন-Hooch Tragedy: দশ বছর পর সাজাঘোষণা, বিষমদকাণ্ডে আমৃত্যু কারাদণ্ড খোঁড়া বাদশার
করোনা বিধিনিষেধের মধ্যেই ওই হোস্টেলে সম্প্রতি এসেছেন প্রায় একশো পড়ুয়া। কিন্তু তাঁদের দাবি, গত কয়েক দিন ধরে হোস্টেলের তিন ও চারতলায় সন্ধের পর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে। আতঙ্কে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। হোস্টেল কর্তৃপক্ষকে বলেও কোনও কাজ হয়নি।
সোমবার অভিভাবকদের নিয়ে এসে হোস্টেলের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাদের দাবি, হোস্টেল অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন-কোনও প্রতিদ্বন্দ্বী নেই, রাজ্যসভায় যাচ্ছেন Mamata-র Jawhar
এদিকে, হোস্টেল কর্তৃপক্ষের দাবি, সামনের সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হবে। সেই কারণেই পরীক্ষা দিতে ভয় পাচ্ছে পড়ুয়ারা। তাই এমন আজব দাবি তোলা হচ্ছে।
হোস্টেল কর্তৃপক্ষের তরফে শিউলি মুখোপাধ্যায় জানিয়েছেন, যারা হোস্টেল ছেড়ে যেতে চায় তারা লিখিত দিয়ে চলে যাক। এখনই অন্যত্র একশো পড়ুয়াকে রাখার ব্যবস্থা করা সম্ভব নয়।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)