WB Assembly Election 2021: Tripura-র মানুষ টের পাচ্ছেন, BJP-কে ভোট দিলে সর্বনাশ হবে বাংলার, ফালাকাটায় হুঁশিয়ারি মানিকের

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় যাঁরা সিপিএমকে(CPM) ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাই আজ বলছেন, ভুল হয়েছিল

Updated By: Apr 5, 2021, 11:11 PM IST
WB Assembly Election 2021: Tripura-র মানুষ টের পাচ্ছেন, BJP-কে ভোট দিলে সর্বনাশ হবে বাংলার, ফালাকাটায় হুঁশিয়ারি মানিকের

নিজস্ব প্রতিবেদন: ভুলেও বিজেপিকে ভোট দেবেন না। পস্তাতে হবে। উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে সরব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

আরও পড়ুন-আচমকা কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ, আতঙ্কে বাইরে বেরিয়ে এলেন মানুষজন

রাজ্যে ভোট প্রচারে এসেছেন মানিক সরকার(Manik Sarkar)। আজ আলিপুরদুয়ারের ফালাকাটায় সংযুক্ত মোর্চার প্রার্থী ক্ষিতিশ রায়ের সমর্থনে একটি তিনি একটি সভায় বক্তব্য রাখছিলেন। সেখানেই তিনি বলেন, পরিবর্তনের একটি হাওয়া বইছে রাজ্যে। সেই হাওয়া গা মিলিয়ে যদি বিজেপিকে ভোট দেন তাহলে সর্বনাশ। ত্রিপুরার(Tripura) মানুষ এখন হাড়ে হাড়ে তা টের পাচ্ছেন।

আরও পড়ুন-ভয়ঙ্কর আকার নিচ্ছে Covid সংক্রমণ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে Modi

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় যাঁরা সিপিএমকে(CPM) ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাই আজ বলছেন, ভুল হয়েছিল। এখন আমাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছেন। এই পরিস্থিতি এখানেও হবে। বিজেপিকে ভোট দেওয়ার মতো ভুল করবেন না।

উল্লেখ্য, আগামিকাল আলিপুরদুয়ারে দেবপ্রসাদ রায়ের সমর্থনে সভা করবেন মানিক সরকার। 

.