Panchayat Election West Bengal: রাজ্যে পঞ্চায়েত ভোট ৮ জুলাই, একদফাতেই নির্বাচন! ফলাফল ১১-তে

West Bengal Panchayat Election 2023: আগামিকাল ৯ জুন থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু। ১৫ জুন পর্যন্ত চলবে নমিনেশন। 

Updated By: Jun 8, 2023, 06:02 PM IST
Panchayat Election West Bengal: রাজ্যে পঞ্চায়েত ভোট ৮ জুলাই, একদফাতেই নির্বাচন! ফলাফল ১১-তে

সুতপা সেন : বাজল পঞ্চায়েত ভোটের দামামা। রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। সারা রাজ্যে একদফাতেই হবে পঞ্চায়েত ভোট। দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, সবই হবে একই দিনে ৮ জুলাই। সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা।

রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ঘোষণা করেন, আগামিকাল ৯ জুন থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু। ১৫ জুন পর্যন্ত চলবে নমিনেশন। ১৭ তারিখ হবে স্ক্রটিনি। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আজ দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই লাগু হয়ে যাচ্ছে আদর্শ নির্বাচনী বিধি। ৮ জুলাই নির্বাচনের পর, ১১ জুলাই পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা। উল্লেখ্য, রাজ্যে একদফায় পঞ্চায়েত ভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহল মহলের।

রাজীবা সিনহা আরও বলেন, 'ব্যালটবক্স তৈরি আছে। সব ধরনের প্রস্তুতি নিয়েছি।' ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশনার জানান, 'কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হবে কিনা সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে। রাজ্য পুলিসের উপর ভরসা রাখা উচিৎ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনই বলার সময় আসেনি। সরকারি কর্মীদের বলব, আমাদের উপর আস্থা রাখুন। সব বুথে সশস্ত্র বাহিনী রাখা যাবে কিনা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।'

আরও পড়ুন, Rujira Banerjee: ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদ, বেরিয়ে এসে কী বললেন রুজিরা?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.