নতুন দামে, একঝাঁক নতুন ফিচারে বাজারে আসছে Redmi K20 Pro

আসুন জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম আর স্পেসিফিকেশন সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Jan 26, 2020, 10:17 AM IST
নতুন দামে, একঝাঁক নতুন ফিচারে বাজারে আসছে Redmi K20 Pro

নিজস্ব প্রতিবেদন: খুশির খবর mi গ্রাহকদের জন্য, ভারতে Redmi K20 Pro ফোনের দাম কমাল Xiaomi।বৃহস্পতিবার ট্যুইটারে Xiaomi প্রধান মনু কুমার জৈন Redmi K20 Pro ফোনের সস্তা হওয়ার খবর সামনে এনেছেন। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম আর স্পেসিফিকেশন সম্পর্কে...

Redmi K20 Pro -এর দাম ও স্পেসিফিকেশন:

১) স্ক্রিন সাইজ ৬.৩৯ ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

২) Redmi K20 Pro-এ ৮ জিবি RAM এবং  ২৫৬GB স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছে।

৩) এছাড়া থাকছে Snapdragon ৮৫৫ চিপসেট।

৪)৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) +১৩ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) +৮মেগাপিক্সেলের (ক্যামেরা) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ২০ মেগাপিক্সেল সেলফি পপ-আপ ক্যামেরা।

আরও পড়ুন: এক ধাক্কায় দাম কমল তিন হাজার টাকা, অবিশ্বাস্য দামে বাজারে আসছে Oppo F15

৪) ব্যাটারির দিকেও নজর দিয়েছে Redmi K20 Pro। থাকছে 27W ফাস্ট চার্জিংয়ের সুবিধা-সহ ৪,০০০ mAh ব্যাটারি।

৫) নতুন দামে বিক্রি শুরু হবে এই ফোন। সস্তা হয়ে Redmi K20 Pro-এর দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে।

.