তর সইল না! কোয়ারেন্টাইন থেকে পালিয়ে প্রেমিকার কাছে গেল প্রেমিক, শাস্তি
মঙ্গলবার ম্যাজিস্ট্রেট কোর্টে ওই যুবককে তোলা হলে তিনি সাফ জানিয়ে দেন, তাঁর প্রেমিকার কথা খুব মনে পড়ছিল।
নিজস্ব প্রতিবেদন- আর তর সইল না তাঁর। প্রেমিকার সঙ্গে মুহূর্তযাপনের প্রবল ইচ্ছে মনে দমিয়ে রেখেছিলেন প্রেমিক। কিন্তু প্রেমের জোয়ার কোয়ারেন্টাইনের বাধা মানল না। এমন দু্র্দিনেও প্রেমিকার কাছে যেতেই হত। কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে সোজা প্রেমিকের কাছে চলে গেলেন প্রেমিক। অগত্যা শাস্তি পেতে হল। তাতে প্রেমিকার সঙ্গে বিরহের দিনযাপনের মেয়াদ বাড়ল। সেইসঙ্গে জরিমানা। এমনই একটি ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়।
জনাথন ডেভিড নামের বছর ৩৫ এর ওই যুবক পার্থ হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। কিন্তু জরুরীকালীন গোপন রাস্তা দিয়ে তিনি কোয়ারেন্টাইন থেকে সকলের চোখ এড়িয়ে পালিয়ে যান। এমনটাই বিবৃতি দিয়ে জানিয়েছে পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিস।
মঙ্গলবার ম্যাজিস্ট্রেট কোর্টে ওই যুবককে তোলা হলে তিনি সাফ জানিয়ে দেন, তাঁর প্রেমিকার কথা খুব মনে পড়ছিল। তাঁকে দেখতে এবং তাঁর সঙ্গে সময় কাটাতেই তিনি পালেয়েছিলেন। কোয়ারেন্টাইন ভাঙার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু কী করে হোটেলের সব কর্মীর নজর সুকৌশলে এড়িয়ে বেরিয়ে যান জনাথন! সে কথা গোপনই রেখেছেন তিনি। তবে সিসিটিভিতে ধরা পড়ে যায় তাঁর কুকর্ম। তারপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২৮ মার্চ জনাথনের কোয়ারেন্টাইন শুরু হয়েছিল। সোমবারই পূর্ণ হয়ে যাচ্ছিল ১৪ দিন। কিন্তু তার আগেই কোয়ারেন্টাইন থেকে চম্পট দেন তিনি। দেশের লকডাউন আইন ভাঙার অপরাধে তাই আগামী ১ মাস হাজতেই কাটবে প্রেমিকের। তার সঙ্গে ১,২৮০ মার্কিন ডলার জরিমানাও দিতে হবে জনাথনকে।
আরও পড়ুন— করোনাকে কাবু করতে সোশ্যাল ডিস্টানসিংয়ের প্রয়োজন হতে পারে ২০২২ পর্যন্ত, বলছে গবেষণা
প্রায় ১০০০ জনেরও বেশি মানুষকে লকডাউন আইন ভাঙার জন্য জরিমানা করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। কিন্তু লকডাউন আইন ভাঙার জন্য এটাই প্রথম হাজতবাস। প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত ৬ হাজার ৪৪০ জন। মৃত্যু হয়েছে ৬৩ জনের। লকডাউন সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়ার প্রশাসন।