ব্র্যান্ড বেঙ্গল নিয়ে সিঙ্গাপুর পৌঁছলেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সময় ভোর চারটে নাগাদ ব্র্যান্ড বেঙ্গল নিয়ে সিঙ্গাপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Aug 18, 2014, 08:34 AM IST

ওয়েব ডেস্ক: ভারতীয় সময় ভোর চারটে নাগাদ ব্র্যান্ড বেঙ্গল নিয়ে সিঙ্গাপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে প্রতিনিধিদলের একাংশ। দিনভর শিল্পসংস্থার সঙ্গে বৈঠক। সফরের সব আপডেট চব্বিশ ঘণ্টা ডট কমে। পাঁচ দিনের এই সিঙ্গাপুর সফরে মুখ্যমন্ত্রীর লক্ষ্য শিল্পে লগ্নি। ৫২ জন বণিক-কর্তা ও ১২ জন সরকারি আধিকারিক মুখ্যমন্ত্রীর সঙ্গী হয়েছেন। সিঙ্গাপুর রওনা হওয়ার আগে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, এশিয়ার দেশগুলি থেকে লগ্নি নিয়ে আসাই তাঁর লক্ষ্য।

সিঙ্গাপুরের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক যথেষ্টই মজবুত। গত আর্থিক বছরে সিঙ্গাপুরকে সর্ববৃহত বিনিয়োগকারী দেশের মর্যাদা দিয়েছে কেন্দ্র। ভারতে মোট FID-এর সিকিভাগই সিঙ্গাপুরের দখলে। ভারতে মূলত রিয়েল এস্টেট, সেমি কন্ডাক্টর, বৈদ্যুতিন পণ্য, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে সিঙ্গাপুরের।

দেখে নেওয়া যাক সিঙ্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সরকারি দলের তালিকা

সরকারি টিম
---------
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অমিত মিত্র, শিল্প মন্ত্রী
গৌতম স্যানাল, ব্যক্তিগত সচিব
সঞ্জয় মিত্র,  মুখ্যসচিব
পি এম বাচাওয়াত,অ্যাডিঃ চিফ সেক্রেটারি, কমার্স ও ইন্ডাস্ট্রি
সতীশচন্দ্র তিওয়ারি, অ্যাডিঃ সেক্রেটারি, আইটি
ডঃ কৃষ্ণ গুপ্তা, এম ডি, ডব্লিউবিআইডিসি
আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রিন্সিপাল সেক্রেটারি, পরিবহণ
রাজীব সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি, মাইক্রো স্মল স্কেল ইন্ডাস্ট্রি অ্যান্ড টেক্সটাইল

শিল্পপতিদের প্রতিনিধি দল
----------------
সজ্জন ভজনকা প্রেসিডেন্ট, ভারত চেম্বার অব কমার্স
সঞ্জয় আগরওয়াল, প্রেসিডেন্ট, মার্চেন্ট চেম্বার অব কমার্স
গৌরব স্বরূপ, চেয়ারম্যান, ফিকি
সঞ্জয় ঝুনঝুনওয়ালা, চেয়ারম্যান(ইস্ট), অ্যাসোচেম
আর কে  চাহাজর , প্রেসিডেন্ট, কলকাতা চেম্বার অব কমার্স
দিব্যেন্দু বসু, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স
সঞ্জীব গোয়েঙ্কা, চেয়ারম্যান, সিইএসই

সি কে ধানুকা, সিএমডি,ধানসিঁড়ি ইনভেস্টমেন্ট লিমিটেড
এইচি ওনো, এমিরেটাস চেয়ারম্যান, এমসিসিপিটিএ
হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান, অম্বুজা নেওটিয়া গ্রুপ
সুমিত মজুমদার, এমডি, চেয়ারম্যান, ট্রাকটর ইন্ডিয়া লিমিটেড
পুনিত ডালমিয়া, ডিরেক্টর, ডালমিয়া ভারত গ্রুপ

দীপক  জালান, এমডি, লিঙ্ক পেন এন্ড প্লাসটিক
রণবীর সিনহা, এমডি, টাটা-হিতাচি কন্সট্রাকসন মেশিনারি কো লিমিটেড
সঞ্জয় বুধিয়া, এমডি, প্যাটন ইন্টারন্যাশনাল লিমিটেড
শ্রীকান্ত মোহতা, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
দীপক অধিকারী(দেব), সাংসদ

কুরুস গ্রান্ট, এগজিকিউটিভ ডিরেক্টর,আইটিসি
মায়াঙ্ক জালান, এমডি, কেভেন্টার্স
যোগেন্দ্র কানোরিয়া, চেয়ারম্যান, ম্যাট্রিক্স গ্রুপ
পার্থ ঘোষ, এমডি, বেঙ্গল এরোট্রোপলিস প্রজেক্ট

.