চিন থেকে কারখানা গুটিয়ে ভারতে আনলে দেওয়া হবে বেশি সুবিধে, সিদ্ধান্ত জাপান সরকারের

দেশের কোম্পানিগুলিকে তাদের উত্পাদন কেন্দ্র চিন থেকে সরিয়ে আনার লক্ষ্যে ২০২০ সালের বাজেটে অতিরিক্ত ২২.৫ বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ করেছে জাপান সরকার।

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 6, 2020, 04:41 PM IST
চিন থেকে কারখানা গুটিয়ে ভারতে আনলে দেওয়া হবে বেশি সুবিধে, সিদ্ধান্ত জাপান সরকারের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: জাপানি কোম্পানিগুলি তাদের কারখানা চিন থেকে সরিয়ে আনলে বেশি সুবিধে(ভর্তুকি) দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত নিল সে দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রক।

আরও পড়ুন-''ভালোবাসা অপরাধ হলে সুশান্তকে ভালোবেসে গ্রেফতার হতে প্রস্তুত রিয়া'': সতীশ মানশিন্ডে

কেন এমন সিদ্ধান্ত?

উত্পাদনের ব্যাপারে কোনও একটি বিশেষ অঞ্চলের ওপরে নির্ভরযোগ্যতা বন্ধ করতে চাইছে জাপান। এর ফলে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে যেন চিকিত্সার সামগ্রী-সহ অন্যান্য ইলেকট্রনিক জিনিসের জোগান ঠিক থাকে।

দেশের কোম্পানিগুলিকে তাদের উত্পাদন কেন্দ্র চিন থেকে সরিয়ে আনার লক্ষ্যে ২০২০ সালের বাজেটে অতিরিক্ত ২২.৫ বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ করেছে জাপান সরকার। উদ্দেশ্যে চিন থেকে সরে এসে ASEAN অঞ্চলের ওপরে গুরুত্ব দেওয়া।

আরও পড়ুন-রাজ্যপালকে 'দালাল' বলে কটাক্ষ, দিলীপকে 'শাড়ি পরার' নিদান কল্যাণের

উল্লেখ্য, বর্তমানে বহু ব্যাপারের চিনের ওপরে নির্ভরশীল জাপানি কোম্পানিগুলি। করোনা পরিস্থিতিতে তা আরও  প্রকট হয়েছে। জুনে জাপানের ৩০টি কোম্পানি ভিয়েতনাম ও লাওসে সরিয়ে নিয়ে এসেছে। এর জন্য ওইসব কোম্পানিগুলিকে ১০ বিলিয়ন ইয়েন ভর্তুকিও দেওয়া হয়েছে।

.