জোহানেসবার্গে তাসের ঘরের মত ভেঙে পড়ল ব্রিজ, হত ২

জোহানেসবার্গের এম১ হাইওয়ের ওপরে ভেঙে পড়ে একটি অস্থায়ী ব্রিজ। সাউথ আফ্রিকার অন্যতম ব্যস্ততম রাস্তা হল এই হাইওয়ে। যার ওপর দুভাগে বিভক্ত হয়ে ভেঙে পড়ে যায় ব্রিজটি। পুলিস সূত্রের খবর, ২১জন আহত এবং ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়াও, ঘটনার জেরে মৃত্যু হয় ট্যাক্সি ড্রাইভার সহ এক ব্যাক্তির।   

Updated By: Oct 15, 2015, 03:14 PM IST
জোহানেসবার্গে তাসের ঘরের মত ভেঙে পড়ল ব্রিজ, হত ২

ওয়েব ডেস্ক: জোহানেসবার্গের এম১ হাইওয়ের ওপরে ভেঙে পড়ে একটি অস্থায়ী ব্রিজ। সাউথ আফ্রিকার অন্যতম ব্যস্ততম রাস্তা হল এই হাইওয়ে। যার ওপর দুভাগে বিভক্ত হয়ে ভেঙে পড়ে যায় ব্রিজটি। পুলিস সূত্রের খবর, ২১জন আহত এবং ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়াও, ঘটনার জেরে মৃত্যু হয় ট্যাক্সি ড্রাইভার সহ এক ব্যাক্তির।   

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই এমারজেন্সি ওয়ার্কারসরা ঘটনার স্থলে পৌঁছান।

'মুড়ে এন্ড রোবার্টস' নামের নির্মাণ সংস্থাকে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তাদের ওপর এই ব্রিজ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে।  

.