স্ট্রস কানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার

মার্কিন যুক্তরাষ্ট্রের পর ফ্রান্সেও যৌন কেলেঙ্কারির অভিযোগে ফৌজদারী মামলা থেকে রেহাই পেলেন ডমিনিক স্ট্রস কান।

Updated By: Oct 13, 2011, 11:06 PM IST

মার্কিন যুক্তরাষ্ট্রের পর ফ্রান্সেও যৌন কেলেঙ্কারির অভিযোগে ফৌজদারী মামলা থেকে রেহাই পেলেন ডমিনিক স্ট্রস কান। প্রাক্তন আইএমএফ কর্তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছিলেন লেখিকা ত্রিস্টিন বানো। কিন্তু সরকারি আইনজীবীর দফতর জানিয়েছে, উপযুক্ত প্রমাণের অভাবে কানের বিরুদ্ধে শুধুমাত্র যৌন নিগ্রহের অভিযোগ আনা যেতে পারে। কিন্তু ঘটনার পর তিন বছরের বেশি সময় কেটে যাওয়ায়, ফ্রান্সের আইন অনুযায়ী তা আর সম্ভব নয়। তবে ত্রিস্টিন বানো বলেছেন সরকারি আইনজীবীর দফতর অভিযোগ না আনলে ব্যক্তিগত উদ্যোগে মামলা করবেন তিনি। সেক্ষেত্রে নিরপেক্ষ ম্যাজিস্ট্রেট যাবতীয় তথ্য প্রমাণ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।

.