Karachi Blast: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচির শেরশাহ এলাকা, এখনও মৃত ১০
গ্যাস পাইপ লাইনে ভয়াবহ বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের করাচির শেরশাহ এলাকার পরাচা চকে ভয়াবহ বিস্ফোরণ (Karachi Blast)। বিস্ফোরণের অভিঘাতে এখনও মৃত ১০ এবং গুরুতর আহত ১২। হতাহতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে অনুমান।
জানা গিয়েছে, শেরশাহ এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের সামনের রাস্তায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সম্ভবত মাটির নীচে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ফলে কাছের একটা পেট্রল পাম্পও ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রশাসনের আধিকারিকদের অনুমান, মাটির নীচে গ্যাস লিক করে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
This is to confirm that 10 dead bodies have been recovered while 11 people have been injured in the Sher Shah blast. Investigation is going on to ascertain the cause of the blast & necessary treatment is being provided to the injured. Will give further updates
— Murtaza Wahab Siddiqui (@murtazawahab1) December 18, 2021
করাচির অ্যাডমিনিস্ট্রেটর মুর্তাজা ওয়াহাব জানান, ঘটনার এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১২ জন। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: Omicron: ওমিক্রন আটকাতে ফের লকডাউন? বড় সিদ্ধান্ত নিতে পারে একাধিক দেশ
আরও পড়ুন: মহাকাশে কি যৌন মিলন সম্ভব? উত্তর দিলেন বিজ্ঞানীরা