২০১৭-র আন্দোলনে উস্কানি! দেশে ফিরতেই জনপ্রিয় সাংবাদিককে ফাঁসিতে ঝোলাল ইরান

তিন বছর আগে দেশে এক আন্দোলনের সময় একটি ওয়েবসাইট খোলেন জাম। AmadNews নামে ওই সাইটে তিনি সরকারের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আনতে থাকেন

Updated By: Dec 12, 2020, 07:25 PM IST
 ২০১৭-র আন্দোলনে উস্কানি! দেশে ফিরতেই জনপ্রিয় সাংবাদিককে ফাঁসিতে ঝোলাল ইরান

নিজস্ব প্রতিবেদন:কয়েকমাস আগেই নির্বাসন থেকে দেশে ফিরেছিলেন ইরানি সাংবাদিক রুহোল্লা জাম। তার পরেই 'বিচার' করে তাঁকে ফাঁসিতে ঝোলাল ইরানের আদালত। শনিবার ভোরে রুহোল্লার ফাঁসি কার্যকর করা হয়। অভিযোগ, অন লাইনে সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-অনুব্রতের গড় বীরভূমে আত্মঘাতী 'বিজেপি'! হইচইকাণ্ড বোলপুরে

বিদেশে থেকে কেন হঠাত্ দেশে ফিরতে গেলেন জাম তা এখনও বোঝা যাচ্ছে না। ইরানের সরকারি সংবাদসংস্থা ইরনা-য় বলা হয়েছে, শনিবার জামের মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে। এনিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে ইরানে।

২০১৭ সালে একটি সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধে ইরানে। সেইসময় সরকারে বিরুদ্ধে টানা লিখে গিয়েছেন জাম। গত জুন মাসে তাঁর 'বিচার' করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেখানে বলা হয়ে, জাম-এর বিরুদ্ধে “corruption on Earth,” অভিযোগ প্রমাণিত হয়েছে। ইরানে সাধারাণত এই ধরনের কথা ব্যবহার করা হয় চরবৃত্তি বা দেশ বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে।

আরও পড়ুন-পৌষ মেলা বন্ধে সিলমোহর, এবার শুধুই পৌষ উত্সব বিশ্বভারতীতে

তিন বছর আগে দেশে এক আন্দোলনের সময় একটি ওয়েবসাইট খোলেন জাম। AmadNews নামে ওই সাইটে তিনি সরকারের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আনতে থাকেন। এতেই চাপে পড়ে যায় সরকার। ইরান সরকারের অভিযোগের ভিত্তিতে ওই সাইটটি শেষপর্যন্ত বন্ধ হয়ে যায়। এর পর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ওঠে জামের বিরুদ্ধে। তার পরেই দেশ ছেড়ে পালান তিনি। শেষপর্যন্ত তিনি দেশে ফেরেন কোনও এক অজ্ঞাত কারণে। তার পরেই ফাঁসির নির্দেশ।

.