'ভুলবশত' দুধের শিশুকে ভদকা খাইয়ে কাঠগড়ায় বাবা-মা
ছ'সপ্তাহ শিশুর খাবারে ভদকা! দুর্ঘটনা হলেও তার খেসারত গুনতে হল অভিযুক্ত পরিবারকে। ডাক্তাররা জানিয়েছেন, শিশুর রক্তে মিলেছে ০.২৯৪ অ্যালকোহল। কিন্তু কীভাবে ঘটল?
ওয়েব ডেস্ক: ছ'সপ্তাহ শিশুর খাবারে ভদকা! দুর্ঘটনা হলেও তার খেসারত গুনতে হল অভিযুক্ত পরিবারকে। ডাক্তাররা জানিয়েছেন, শিশুর রক্তে মিলেছে ০.২৯৪ অ্যালকোহল। কিন্তু কীভাবে ঘটল?
মার্কিন যুক্তরাষ্ট্রের কেনোশা পুলিসের দাবি, শিশুটকে খাওয়ানোর জন্য তার মা জল ভর্তি বোতল রাখেন রান্নাঘরে। তিনি বেরিয়ে গেলে শিশুটির বাবা সেই বোতল খালি করে ভদকা ঢালেন। কিন্তু ভদকার গ্লাস রেখে বিশেষ কারণে বেরিয়ে যান বাবাও। সেই মুহূর্তে ঘটে দুর্ঘটনাটি। শিশুর মা, রান্নাঘরে এসে সন্তানের খাবারে ভুলবশত মিশিয়ে ফেলে দুই আউন্স ভদকা। তারপরই শিশুটির শ্বাসপ্রশ্বাসে কষ্ট শুরু হয়। বিপদ বুঝে তত্ক্ষণাত হাসাপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।
তবে দুঃখের বিষয় শিশুটি আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি, তখনও মা-বাবার মধ্যে একে অপরের দোষারোপে চলছে তুমুল ঝগড়া। মধ্যস্থতা পুলিস করলেও শিশুর অবস্থা দেখে এখনও গ্রেফতার করা হয়নি বাবা-মাকে।