হাফিজ সইদের এমএমএলকে রাজনৈতিক দলের স্বীকৃতি নয়, আদালতে পাক সরকার

হাফিজ সইদ আদালতে ‌যাওয়ার পরই টনক নড়েছে পাক সরকারের। দেশের আভ্যন্তরীণ মন্ত্রক আদালতে গিয়ে জানিয়েছে, সরকার মিল্লি মুললিম লিগকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে

Updated By: Dec 23, 2017, 06:39 PM IST
হাফিজ সইদের এমএমএলকে রাজনৈতিক দলের স্বীকৃতি নয়, আদালতে পাক সরকার

নিজস্ব প্রতিবেদন: হাফিজ সইদকেও ভয় পাচ্ছে পাকিস্তান সরকার। মিল্লি মুসলিম লিগ নামে একটি দল গড়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করেছে হাফিজ সইদের জামাত-উদ-দাওয়া।

এদিকে গত ১১ অক্টোবর মিল্লি মুসলিম লিগকে রেজিস্টেশন দেওয়ার কথা অস্বীকার করে পাকিস্তান নির্বাচন কমিশন। তার পরই এনিয়ে আদালতে ‌যায় মিল্লি মুসলিম লিগ।

হাফিজ সইদ আদালতে ‌যাওয়ার পরই টনক নড়েছে পাক সরকারের। দেশের আভ্যন্তরীণ মন্ত্রক আদালতে গিয়ে জানিয়েছে, সরকার মিল্লি মুললিম লিগকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে।

সরকারের পক্ষ থেকে ‌যুক্তি দেখানো হয়েছে, মিল্লি মুসলিম লিগ তৈরি হয়েছে জঙ্গি সংগঠন থেকে। নতুন এই দল সংসদীয় রাজনীতিতে এলে রাজনীতিতে সন্ত্রাস ও হিংসা বাড়বে।

পাক আভ্যন্তরীণ মন্ত্রক আদালতে জানিয়েছে, মিল্লি মুসলিম লিগ রাজনৈতিক দল হিসেবে সততার পথ থাকবে এমন কথা নিশ্চিত করে বলা ‌যায় না। কারণ তার উৎপত্তি লস্কর ও জামাত থেকে।

আরও পড়ুন-রোহিণী 'বাবা'কে যৌন উত্তেজক চিঠি লিখতে হত আবাসিকদের

 

.