শতাধিক রাজনৈতিক বন্দিকে মুক্ত করল মায়ান্মার সরকার

প্রায় একশো আশীজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল মায়ান্মারের জুন্টা সরকার। মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক বন্দিদের মধ্যে রয়েছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা জারগনার।

Updated By: Oct 13, 2011, 09:52 AM IST

প্রায় একশো আশীজন রাজনৈতিক বন্দিকে মুক্তি দিল মায়ান্মারের জুন্টা সরকার। মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক বন্দিদের মধ্যে রয়েছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা জারগনার।
দুহাজার আটে সাইক্লোন নার্গিস মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করেছিলেন তিনি। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে দুহাজার সাতে গণআন্দোলনে অংশগ্রহণকারী বৌদ্ধ ভিক্ষু ও কয়েকজন সাংবাদিকও রয়েছে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মায়ান্মারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আঙ সান সুকি। পনেরো বছর গৃহবন্দি থাকার পর গতবছরই তাঁকে মুক্তি দিয়েছে মায়ান্মারের সেনাশাহী। এখনও মায়াম্মারের জেলগুলিতে অসংখ্য রাজনৈতিক বন্দি রয়েছেন। তাদের মুক্তি ও দ্রুত রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

.