সিটি সেন্টার এবার হলদিয়াতে

কলকাতা, রাজারহাট, শিলিগুড়ির পর অম্বুজা গোষ্ঠী সিটি সেন্টার তৈরি করল হলদিয়াতে। গতকাল  অম্বুজা গোষ্ঠীর কর্ণধার হর্ষ নেওটিয়া এই শপিং মলের উদ্বোধন  করেন। পাঁচ একর এলাকায় তৈরি এই সিটি সেন্টারটি তৈরি করতে খরচ হয়েছে একশ দশ কোটি টাকা।

Updated By: Sep 26, 2014, 02:57 PM IST
সিটি সেন্টার এবার হলদিয়াতে

হলদিয়া: কলকাতা, রাজারহাট, শিলিগুড়ির পর অম্বুজা গোষ্ঠী সিটি সেন্টার তৈরি করল হলদিয়াতে। গতকাল  অম্বুজা গোষ্ঠীর কর্ণধার হর্ষ নেওটিয়া এই শপিং মলের উদ্বোধন  করেন। পাঁচ একর এলাকায় তৈরি এই সিটি সেন্টারটি তৈরি করতে খরচ হয়েছে একশ দশ কোটি টাকা।

শপিং মল ছাড়াও এখানে  আধুনিক সিনেমাহল, সেমিনার হল থাকছে।  রাজ্যের বাইরে রায়পুরে সিটি সেন্টার তৈরি করেছে অম্বুজা গোষ্ঠী। পাটনাতেও একটি সিটি সেন্টার তৈরির কাজ চলছে। হলদিয়ার  সিটিসেন্টারে  ইতিমধ্যে বিভিন্ন বিপনন সংস্থা লগ্নি করেছে। রাজ্যে শিল্পে বিনিয়োগের যথেষ্ট সম্ভবনা রয়েছে বলে মনে করেন শিল্পপতি হর্ষ নেওটিয়া।

 

.