শ্রীরামপুরে বোমাবাজি, গুলিতে মৃত্যু এক জনের

শ্রীরামপুরের ঘোড়ামারায়, কারখানায় দুষ্কৃতী তাণ্ডবে প্রাণ গেল এক জনের। রাতে চলে তুমুল বোমাবাজি। সঙ্গে চলেছে বেশ কয়েক রাউন্ড গুলিও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কারখানার নিরাপত্তারক্ষী বিনোদ পাণ্ডের।

Updated By: Jul 30, 2016, 11:23 PM IST
শ্রীরামপুরে বোমাবাজি, গুলিতে মৃত্যু এক জনের
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: শ্রীরামপুরের ঘোড়ামারায়, কারখানায় দুষ্কৃতী তাণ্ডবে প্রাণ গেল এক জনের। রাতে চলে তুমুল বোমাবাজি। সঙ্গে চলেছে বেশ কয়েক রাউন্ড গুলিও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কারখানার নিরাপত্তারক্ষী বিনোদ পাণ্ডের।

আরও পড়ুন- সাংসদ দেবের জ্যাঠার জমিতে ফের চাষে বাধার অভিযোগ

নির্মলা কেবল বলে ওই কারখানায় পাঁচিলের ফাঁক দিয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। জখম বিনোদ পাণ্ডেকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। তবে হামলার মোটিভ নিয়ে ধন্দে পুলিস। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এটি ডাকাত দলের কাজ। কিন্তু কেউই ভিতরে ঢোকার চেষ্টা পর্যন্ত করেনি। তাহলে কেন এসেছিল দুষ্কৃতীরা? এ প্রশ্নের জবাব এখনও অধরা।

আরও পড়ুন- অষ্টম শ্রেণীর ছাত্রীকে জোর করে মদ খাওয়ানোর অভিযোগ
গতকাল সকালেই এই কারখানা থেকে চোর সন্দেহে এক জনকে ধরে কর্মীরা। তাকে পুলিসের হাতেও তুলে দেওয়া হয়। তারপরই রাতে এই হামলা। যদিও পুলিসের দাবি, দুটি ঘটনার কোনও যোগ নেই।

.