বাঁকুড়া সীমান্তে থমকে গিয়েছে ৬০ থেকে ৭০ টি হাতির একটি দল
পশ্চিম মেদিনীপুর থেকে যাতে হাতির দল বাঁকুড়ায় ঢুকতে না পারে, তার জন্য কাটা হয়েছিল এলিফ্যান্ট প্রুফ ট্রেঞ্চ। কিন্তু হাতির দলকে আটকানো যায়নি। উল্টে সেই ট্রেঞ্চই এখন হাতির দলকে বাঁকুড়া থেকে ফিরতে দিচ্ছে না দলমায়। ফলে বাঁকুড়া সীমান্তে থমকে গিয়েছে ষাট থেকে সত্তরটি হাতির একটি দল। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষবাসের।
ওয়েব ডেস্ক: পশ্চিম মেদিনীপুর থেকে যাতে হাতির দল বাঁকুড়ায় ঢুকতে না পারে, তার জন্য কাটা হয়েছিল এলিফ্যান্ট প্রুফ ট্রেঞ্চ। কিন্তু হাতির দলকে আটকানো যায়নি। উল্টে সেই ট্রেঞ্চই এখন হাতির দলকে বাঁকুড়া থেকে ফিরতে দিচ্ছে না দলমায়। ফলে বাঁকুড়া সীমান্তে থমকে গিয়েছে ষাট থেকে সত্তরটি হাতির একটি দল। ব্যাপক ক্ষতি হচ্ছে চাষবাসের।
এবার ট্রেঞ্চ বন্ধ করে দেওয়ার দাবিতে সরব হলেন এলাকার মানুষ। বুধবার সকাল থেকে দীর্ঘক্ষণ ওই দাবিতে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধও করেন গ্রামবাসীরা। অবরোধে আটকে পড়ে মেদিনীপুরের ডিএফও-র গাড়ি। পরে ট্রেঞ্চ বন্ধ করে দেওয়ার আশ্বাসে অবরোধ ওঠে।