ফরাক্কা ব্যারেজ পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদল

ফরাক্কা ব্যারেজের ভাঙা লকগেট সারাইয়ের কাজ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় জলসম্পদ কমিশনের প্রতিনিধিরা। রবিবার সকালে কেন্দ্রীয় জলসম্পদ কমিশনের চেয়ারম্যান আর সি ঝার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। ২৩ ফেব্রুয়ারির মধ্যে ব্যারেজের ১৩ ও ১৬ নম্বর গেট সারাইয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল।

Updated By: Feb 26, 2012, 07:10 PM IST

ফরাক্কা ব্যারেজের ভাঙা লকগেট সারাইয়ের কাজ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় জলসম্পদ কমিশনের প্রতিনিধিরা। রবিবার সকালে কেন্দ্রীয় জলসম্পদ কমিশনের চেয়ারম্যান আর সি ঝার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। ২৩ ফেব্রুয়ারির মধ্যে ব্যারেজের ১৩ ও ১৬ নম্বর গেট সারাইয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ হয়নি। সেই কাজ খতিয়ে দেখে আর সি ঝা জানান, ব্যারেজটি পুরনো হওয়ায় খুব সাবধানে কাজ করতে হচ্ছে। ফলে কাজ শেষ করতে দেরি হচ্ছে। কাজ শেষ না-হওয়া পর্যন্ত প্রতিনিধিদলের কয়েকজন সদস্য ফরাক্কায় থাকবেন বলে জানা গেছে।

.