মুখ্যমন্ত্রীর ইশারাই কাফি

ইশারাই কাফি মুখ্যমন্ত্রীর। আজ প্রথমে পলাশিতে, এরপর রেজিনগরে প্রশাসনিক সভায় তিনি যে ইশারা করলেন, তাতে অবশ্য তেমন রাখঢাক ছিল না। আক্রমণের নিশানায় কে, তা বুঝতে খুব একটা কষ্ট হয়নি কারোরই। জেলাসফররত মুখ্যমন্ত্রীর প্রথম গন্তব্য ছিল পলাশি। মুর্শিদাবাদের সীমানায় পলাশির পাগলাচণ্ডির মাঠে সরকারি প্রকল্পের শিল্যান্যাস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

Updated By: Dec 17, 2013, 09:51 PM IST

ইশারাই কাফি মুখ্যমন্ত্রীর। আজ প্রথমে পলাশিতে, এরপর রেজিনগরে প্রশাসনিক সভায় তিনি যে ইশারা করলেন, তাতে অবশ্য তেমন রাখঢাক ছিল না। আক্রমণের নিশানায় কে, তা বুঝতে খুব একটা কষ্ট হয়নি কারোরই। জেলাসফররত মুখ্যমন্ত্রীর প্রথম গন্তব্য ছিল পলাশি। মুর্শিদাবাদের সীমানায় পলাশির পাগলাচণ্ডির মাঠে সরকারি প্রকল্পের শিল্যান্যাস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

নাম করেননি একবারও। তবে মুখ্যমন্ত্রীর নিশানায় অধীর চৌধুরীই ছিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সরকারি সভা শেষ করে মুর্শিদাবাদের রেজিনগরে চলে যান মুখ্যমন্ত্রী। যোগ দেন প্রশাসনিক সভায়। এখানে আর রাখঢাক নয়। তাঁর আক্রমণের নিশানা কে, এখানে তা আরও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "প্রশাসন এখানে কারও কথায় চলবে না। চলবে একমাত্র রাজ্য সরকারের কথায়। এর চেয়ে বেশি কিছু বলছি না। আমার ইশারাই কাফি।`

ইশারা সত্যিই কাফি...। অধীর সাম্রাজ্যে দাঁড়িয়েই সমালোচনার একের পর এক আক্রমণ শানিয়ে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি গোলমাল হয়েছিল মুর্শিদাবাদে। কিছু হলেই ডোমকল বা অন্যান্য জায়গায় অশান্তি ছড়ায়। এটা বন্ধ করতে হবে।

মুখ্যমন্ত্রীর আক্রমণের নিশানায় ছিল পুলিসও। তিনি বলেছেন, "রাস্তা দিয়ে আসছিলাম। লোকে বলল, পুলিসের পয়সা নেওয়া থামান। আমি একতরফা অভিযোগ পেয়েছি। তাই এখনই কিছু বলছি না। `

বিধানসভায় পালাবদল ঘটিয়ে পঞ্চায়েত ভোট, পুরভোট, সবক্ষেত্রেই সাফল্যের মুখ দেখেছে তৃণমূল। সাইত্রিশ বছর পর হাওড়াতেও এবার ঘাসফুল ফুটেছে। তবে কংগ্রেস দুর্গ মুর্শিদাবাদে কিংবা বলা ভাল, অধীর দুর্গে আঁচড় কাটতে নাকানি-চোবানি খাচ্ছে শাসক দল। মুখ্যমন্ত্রীর গোঁসা তো স্বাভাবিক।

.