close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

কল্যাণীতে আইন কলেজের ছাত্রী খুনে পুলিসের জালে দুই

কল্যাণীতে আইন কলেজের ছাত্রী খুনে পুলিসের জালে দুই। ধৃতদের মধ্যে আছে ছাত্রীর স্বামী নিখিল সেন সহ আরও একজন। পুলিসের দাবি বিবাহ বহিভূর্ত সম্পর্কের জেরে এই খুন। গত বছর টিটাগড়ের সূর্যপুর এলাকার বাসিন্দা নিখিলের সঙ্গে মৌমিতা বিশ্বাসের বিয়ে হয়। মৌমিতার শ্বাশুড়ির দাবি, বিয়ের পাঁচ মাস পর বাপের বাড়ি ফিরে যায় মৌমিতা। পুত্রবধূর আইন কলেজে পড়া নিয়েও তাদের আপত্তি ছিল। শ্বশুর বাড়ির দাবি, বিয়ের বাইরে একাধিক সম্পর্ক ছিল মৌমিতার। গতকালই বারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে মৌমিতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।

Updated: Dec 9, 2016, 02:41 PM IST
কল্যাণীতে আইন কলেজের ছাত্রী খুনে পুলিসের জালে দুই

ওয়েব ডেস্ক: কল্যাণীতে আইন কলেজের ছাত্রী খুনে পুলিসের জালে দুই। ধৃতদের মধ্যে আছে ছাত্রীর স্বামী নিখিল সেন সহ আরও একজন। পুলিসের দাবি বিবাহ বহিভূর্ত সম্পর্কের জেরে এই খুন। গত বছর টিটাগড়ের সূর্যপুর এলাকার বাসিন্দা নিখিলের সঙ্গে মৌমিতা বিশ্বাসের বিয়ে হয়। মৌমিতার শ্বাশুড়ির দাবি, বিয়ের পাঁচ মাস পর বাপের বাড়ি ফিরে যায় মৌমিতা। পুত্রবধূর আইন কলেজে পড়া নিয়েও তাদের আপত্তি ছিল। শ্বশুর বাড়ির দাবি, বিয়ের বাইরে একাধিক সম্পর্ক ছিল মৌমিতার। গতকালই বারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে মৌমিতার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএলের নতুন 4G অফারগুলো জানেন?

আরও পড়ুন শীতকালে আরও উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বক পেতে এগুলো খান