জঙ্গলমহলে ভোট, বিক্ষিপ্ত সংঘর্ষ, প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনী : LIVE UPDATE
ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রথম পর্যায়ে আজ ভোটগ্রহণ হল জঙ্গলমহলের ১৮টি আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ৬টি আসন, বাঁকুড়ার ৩টি আসন আর পুরুলিয়ার ৯টি আসন। এই আসনগুলির অধিকাংশই একসময় মাওবাদী প্রভাবিত ছিল। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখেনি নির্বাচন কমিশন। পুরুলিয়ায় মোতায়েন করা হয় ১৭২ কোম্পানি আধাসেনা। বাঁকুড়ায় ৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর পশ্চিম মেদিনীপুরে ১০৫ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়। আজকের ভোটে মোট বুথ সংখ্যা ছিল ৪৯৪৫টি। এরমধ্যে ১৯৬২টি বুথ অতি স্পর্শকাতর, ১৭৪১টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়। মোট ১৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় আজ। এই পর্যায়ে মোট ভোটদাতার সংখ্যা ছিল প্রায় ৪০ লাখ।
ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রথম পর্যায়ে আজ ভোটগ্রহণ হল জঙ্গলমহলের ১৮টি আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুরের ৬টি আসন, বাঁকুড়ার ৩টি আসন আর পুরুলিয়ার ৯টি আসন। এই আসনগুলির অধিকাংশই একসময় মাওবাদী প্রভাবিত ছিল। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখেনি নির্বাচন কমিশন। পুরুলিয়ায় মোতায়েন করা হয় ১৭২ কোম্পানি আধাসেনা। বাঁকুড়ায় ৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর পশ্চিম মেদিনীপুরে ১০৫ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়। আজকের ভোটে মোট বুথ সংখ্যা ছিল ৪৯৪৫টি। এরমধ্যে ১৯৬২টি বুথ অতি স্পর্শকাতর, ১৭৪১টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়। মোট ১৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় আজ। এই পর্যায়ে মোট ভোটদাতার সংখ্যা ছিল প্রায় ৪০ লাখ।
একনজরে ভোটের টাটকা খবর-
- "নির্বাচন মূলত শান্তিপূর্ণ", বললেন উপ নির্বাচন কমিশনার।
- নির্বাচনে বিভিন্ন অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে রিপোর্ট তলব করল দিল্লির নির্বাচন সদন। জানতে চাইল অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।
- "তৃণমূল সরকারকে রাজ্য থেকে উত্খাত করতে মানুষের চেষ্টা আজকের ভোটে প্রতিফলিত।" বললেন CPI(M) সাংসদ মহম্মদ সেলিম।
- "কমিশন চাপের মধ্যে ভালো কাজ করেছে। তবে অবাধ ভোট হয়েছে বলা যাবে না।" মন্তব্য সেলিমের।
- বিকেল ৬টা পর্যন্ত সারাদিনে কমিশনে অভিযোগ জমা পড়েছে ৫৩৩টি। ৫১৩টি অভিযোগের মীমাংসা করা হয়েছে, কয়েকটি অভিযোগ গুরুতর। ৭টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, জানাল কমিশন।
- বিকেল ৫টা : পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৮০.৪৪ %, পুরুলিয়ায় ভোটের হার ৭৯.৪৮%, বাঁকুড়ায় ভোট পড়ল ৭৮.১৩ শতাংশ। সার্বিক হার ৮০%।
- কেন্দ্রীয় বাহিনী সর্বত্র সক্রিয় ছিল না, তোপ BJP প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার।
- পুরুলিয়ায় বন্ধ হল ভোটগ্রহণ।
- শালবনির ২৩০ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকায়।
- বেলা ৩টে : ভোটদানের হার পুরুলিয়া ৭৩.৮৫%, বাঁকুড়া ৭৮.৬১%, পশ্চিম মেদিনীপুর ৭৮.০৮%। মোট ভোট পড়েছে ৭৫.৬১%।
- বলরামপুরের ডুমুরডি এলাকায় বুথের মধ্যে থেকে পুলিসকে সরাল বাহিনী।
- বলরামপুরের শ্যামনগর গ্রামে 'ছোলা-মুড়ির' বদলে ভোট কেনার অভিযোগ। অভিযোগের তির শাসক দলের দিকে। ভোট দিলেই মিলবে ছোলা-মুড়ি। প্রচারের সময়ই দেওয়া হয়েছিল 'মুড়ি-ছোলা'র প্রতিশ্রুতি। টাকা দিয়েও কেনা হচ্ছে ভোট। অভিযোগ বিরোধীদের।
- উত্তপ্ত পরিস্থিতি পিয়ালশোল গ্রামে। মাথা ফাটল একজনের, আহত বেশ কয়েকজন। দেখা নেই পর্যবেক্ষক ও ফ্লাইং স্কোয়াডের। বন্ধ ভোটগ্রহণ।
- বেলা ১টা : ভোট পড়ল পশ্চিম মেদিনীপুরে ৬৫.৪৫%, বাঁকুড়ায় ৬২.১৫%, পুরুলিয়ায় ৬১.৯৫%। সার্বিক ভোটদানের হার ৬৩.১৫%।
- পিয়ালশোল গ্রামে ভোট দিয়ে ফেরার পথে ভোট বয়কটকারী ও ভোটদাতাদের মধ্যে সংঘর্ষ। পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে গ্রামবাসী। দীর্ঘক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ।
- শালবনিতে আক্রান্ত CPI(M) প্রার্থী। আক্রান্ত সংবাদমাধ্যমও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
- জোটপ্রার্থীর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ। ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে স্লিপ বিলির অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে।
- গোপীবল্লভপুরের BJP পোলিং এজেন্ট বুধেশ্বর দিগরকে অপহরণের অভিযোগ। এখানেও অভিযুক্ত শাসকদল।
- সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল- পশ্চিম মেদিনীপুর ৪৭.৫৩%, পুরুলিয়া ৪৩.৪৩%, বাঁকুড়া ৪৫.২%। সার্বিক ভোটদানের হার ৪৫.১৪%।
- নয়াগ্রামের ৩ নম্বর বুথ পশ্চিম টোটাসাইয়ে পুলিসকে ঘিরে বিক্ষোভ এলাকার মহিলাদের। শাসকদলের বিরুদ্ধে ভোট দিতে না দেওয়ার অভিযোগ। বাড়িছাড়া করা, খুন, বিধবা ভাতা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ।
- নয়াগ্রামে BJP প্রার্থীকে হুমকি ও মারধরের অভিযোগ, অভিযুক্ত শাসকদল।
- পশ্চিম মেদিনীপুরের মানিকবাঁধের BJP পোলিং এজেন্ট রিন্টু কিস্কুকে অপহরণের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।
- সংবাদমাধ্যমে খবরের জেরে সক্রিয় কমিশন। বুথ থেকে রাজ্য পুলিসকে সরিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী।
- পুরুলিয়ার রঘুনাথপুরের পাঁচুডাঙা স্কুলের ঘটনা। বুথের ভেতর রাজ্য পুলিস। বাইরে ঢিলেঢালা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা।
- বাঁকুড়ার তালড্যাংরায় বুথের মধ্যে রাজ্য পুলিস। ভূতশহর উচ্চ বালিকা বিদ্যালয়ের বুথ। বুথের মধ্যে অবাধ আনাগোনা পুলিসের। বাইরে দাঁড়িয়ে কেন্দ্রীর বাহিনী। নিয়ম জানা নেই, দাবি অভিযুক্ত পুলিসের।
- পুরুলিয়ার বলরামপুরেও বুথের মধ্যে রাজ্য পুলিস।
- ভোট দিলেন মন্ত্রী সুকুমার হাঁসদা। ভোট দিলেন শ্রীকান্ত মাহাতো।
- বান্দোয়ানের চিলায় ভোট ছেড়ে কেনাকাটা বাহিনীর। ভোটের ডিউটি ছেড়ে বান্দোয়ান বাজারে শপিংয়ে ব্যস্ত বাহিনী।
- শালবনিতে ১৪৩ ও ১৯১ নম্বর বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ সিপিআইএম প্রার্থী শ্যাম পাণ্ডের। অভিযোগ ভিত্তিহীন জানিয়ে কমিশনকে রিপোর্ট জেলাশাসকের।
- পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের কুলিয়ানা গ্রামে ভোট দিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
- বাঁকুড়ার রাইপুরের ২টি স্কুলে ফের শুরু ভোটগ্রহণ।
- বাঁকুড়ার রাইপুরে নারায়ণপুর হাইস্কুল ও চকনাড়া প্রাথমিক হাইস্কুলে EVM পর্দা দিয়ে না ঘিরে রাখার অভিযোগ, তাই বন্ধ থাকে ভোটগ্রহণ।
- সকাল ৯টা : ভোটের হার পশ্চিম মেদিনীপুর ২৪%, বাঁকুড়ায় ২৪%, পুরুলিয়ায় ২২.৫%। সার্বিক ভোটের হার ২৩.৪%।
- ২৪ ঘণ্টার খবরের জের, অপসারিত বলরামপুরের প্রিসাইডিং অফিসার।
- পুরুলিয়ার বলরামপুরের গাড়া ফুসরা প্রাইমারি স্কুলে ২৩৯ নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ।
- বুথের মধ্যে দাঁড়িয়ে নির্দেশ দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে।
- বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ।
- মেদিনীরপুরে সুন্দরলতার পানপাড়া বুথে BJP-র ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল।
- সকাল সোয়া ৮টা পর্যন্ত কোনও গুরুতর অভিযোগ জমা পড়েনি, ২১টি সাধারণ অভিযোগ জমা পড়েছে।
- পশ্চিম মেদিনীপুরের পীরাকাটায় একটি বুথে প্রতিবন্ধী ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে গেলেন আধাসেনা জওয়ানরা।
- পুরুলিয়ার কস্তুরবা বিদ্যাপীঠে EVM বিভ্রাট, বন্ধ ভোটগ্রহণ।
- আকাশপথে হেলিকপ্টারে নজরদারি।
- পুরুলিয়ার ১২টি অতিস্পর্শকাতর বুথে CCTV।
- পুরুলিয়ার পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা এবং রঘুনাথপুরে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোট। বাকি ৪টি কেন্দ্র- বান্দোয়ান, বলরামপুর, জয়পুর ও বাঘমুণ্ডিতে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ।
- সকাল থেকেই বুথমুখী ভোটাররা।
- বুথে বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
- সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।