মধ্যমগ্রাম কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে রাষ্ট্রপতির কাছে যাবে নির্যাতিতার পরিবার

মধ্যমগ্রাম কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নির্যাতিতার পরিবার। ৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভবন থেকে এই সাক্ষাত্‍-এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তিরও দাবি জানাবে নির্যাতিতার পরিবার। এর আগে দোষীদের শাস্তির দাবি জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কামদুনি ও খরজুনা গ্রামের বাসিন্দারাও।

Updated By: Jan 4, 2014, 04:41 PM IST

মধ্যমগ্রাম কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন নির্যাতিতার পরিবার। ৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভবন থেকে এই সাক্ষাত্‍-এর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি দোষীদের কঠোর শাস্তিরও দাবি জানাবে নির্যাতিতার পরিবার। এর আগে দোষীদের শাস্তির দাবি জানিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন কামদুনি ও খরজুনা গ্রামের বাসিন্দারাও।

রাজ্য সরকারের ভূমিকায় হতাশ মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার বাবা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর বিহার সরকারের ভূমিকার প্রশংসা করে তাঁর মন্তব্য, এতে রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত।

.