কোচবিহারের মহিষবাথানে জোড়া শিশু উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২ মূল অভিযুক্ত

কোচবিহারের মহিষবাথানে জোড়া শিশু উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২ মূল অভিযুক্ত। মঙ্গলবার রাতে সাথী আচার্য এবং শিউলি দাসকে গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিস। সম্প্রতি স্বাথী আচার্য দুটি শিশুকে নিজের কাছে রেখে লালনপালন করছিলেন। পরে বাচ্চা দুটিকে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেন তিনি। এরপরই তৈরি হয় ধোঁয়াশা। মঙ্গলবার শিশু কল্যাণ সমিতির তরফে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে রাতেই স্বাথী আচার্য এবং শিউলি দাস নামে এক চিকিত্‍সকের সহযোগীকে নিজেদের হেফাজতে নেয় পুলিস। আজ তাঁদের আদালতে পেশ করা হবে। ঘটনায় এক ডাক্তারের খোঁজ করছে পুলিস।

Updated By: Nov 30, 2016, 08:55 AM IST
কোচবিহারের মহিষবাথানে জোড়া শিশু উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২ মূল অভিযুক্ত

ওয়েব ডেস্ক: কোচবিহারের মহিষবাথানে জোড়া শিশু উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২ মূল অভিযুক্ত। মঙ্গলবার রাতে সাথী আচার্য এবং শিউলি দাসকে গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিস। সম্প্রতি স্বাথী আচার্য দুটি শিশুকে নিজের কাছে রেখে লালনপালন করছিলেন। পরে বাচ্চা দুটিকে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেন তিনি। এরপরই তৈরি হয় ধোঁয়াশা। মঙ্গলবার শিশু কল্যাণ সমিতির তরফে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে রাতেই স্বাথী আচার্য এবং শিউলি দাস নামে এক চিকিত্‍সকের সহযোগীকে নিজেদের হেফাজতে নেয় পুলিস। আজ তাঁদের আদালতে পেশ করা হবে। ঘটনায় এক ডাক্তারের খোঁজ করছে পুলিস।

আরও পড়ুন ‘নোট বাতিল প্রত্যাহার না করলে ছুঁড়ে ফেলুন দিল্লি থেকে’, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও সুর চড়িয়ে অল আউট মমতা

আরও পড়ুন শুধু মদ্যপানই নয়, জানুন আর কোন কোন কারণে আমাদের লিভারের অসুখ হয়

.