করোনার চিকিতসায় এগিয়ে এলেন, নিজের বাড়িকে অস্থায়ী হাসাপাতালে পরিণত করার প্রস্তাব কমল হাসানের
কমলের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়নি এখনও
নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের চিকিতসার জন্য এগিয়ে এলেন কমল হাসান। করোনায় আক্রান্ত রোগীদের চিকিতসার জন্য নিজের বাড়িকে প্রাথমিকভাবে অস্থায়ী হাসপাতালে পরিণত করার ইচ্ছা প্রকাশ করেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা, রাজনীতিবিদ।
আরও পড়ুন : কণিকা কাপুরের সঙ্গে দেখা হওয়ার পরই করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস? জানুন সত্যি
রিপোর্টে প্রকাশ, মাক্কাল নিধি মায়াম (এমএনএম) নামে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কমল হাসান তাঁর দলীয় সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে তবেই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে অনুমতি দেওয়া হয়নি। সরকারের তরফে অনুমোদন পেলে তবেই কমল হাসানের বাসস্থানকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
দেখুন কম হাসানের ট্যুইট...
இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.
உங்கள் நான்— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2020
সম্প্রতি ইন্ডিয়ান টু-এর শ্য়ুটিং সেটে দুর্ঘটনার জেরে বিপাকে পড়েন কমল হাসান, কাজল অগরওয়ালরা। ওই দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়ে এগিয়ে আসেন দক্ষিণের এই জনপ্রিয় অভিনেতা।