শরীরের উর্ধাংশে পোশাক নেই কেন? নোংরা আক্রমণ কাজলের বোন তানিশাকে

পাল্টা মন্তব্য করেননি তানিশা

Updated By: Oct 12, 2018, 05:42 PM IST
শরীরের উর্ধাংশে পোশাক নেই কেন? নোংরা আক্রমণ কাজলের বোন তানিশাকে

নিজস্ব প্রতিবেদন : বিগ বসের ঘরে হাজির হয়ে বিতর্কে জড়ান তিনি। অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্ক এবং তার জেরে বিতর্কে জড়িয়ে এবার খবরের শিরোনামে চলে আসেন কাজলের বোন। বুঝতেই পারছেন, তনুজা-কন্যা তানিশা মুখোপাধ্যায়ের কথা বলা হচ্ছে। বিগ বসের ঘর থেকে বেরোনোর পরও যাঁকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কিন্তু, এবার তানিশা কি করলেন জানেন?

আরও পড়ুন : 'বিভাজিকায় টোকা দিয়ে বলেন, এটা কি আসল'? সাজিদের বিরুদ্ধে বিস্ফোরণ রাচেলের

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি ছবি শেয়ার করেন তানিশা মুখোপাধ্যায়। যেখানে টপলেস অবস্থায় দেখা যায় কাজলের বোনকে। দেখুন সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

তানিশা মুখোপাধ্যায়ের এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় জোর জল্পনা। তানিশা কেন এভাবে টপলেস ছবি শেয়ার করলেন, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। শুধু তাই নয়, ওই ছবি দেখে একদিকে যেমন নোংরা ভাষায় আক্রমণ করা হয় তানিশাকে, তেমনি জনপ্রিয়তা পাওয়ার লোভে তানিশা এইসব কাজ করছেন বলেও করা হয় আক্রমণ।

দেখুন যেভাবে আক্রমণ করা হয় তানিশা মুখোপাধ্যায়কে...

যদিও আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি তানিশা মুখোপাধ্যায়।

.