দেশের রাষ্ট্রপতির নাম জানেন না টাইগার শ্রফ!
এর আগে আলিয়া ভাট এই একই কাণ্ডই ঘটিয়েছিলেন। ২০১৪য় 'কফি উইথ করণ'-এ গিয়ে দেশের রাষ্ট্রপতির নাম বলতে পারেন নি। তবে আলিয়া একা নন, তাঁর শরিক হলেন আরও একজন। সম্প্রতি ABP-কে দেওয়া একা সাক্ষাৎকারে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে দেশের রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হলে তিনিও অপ্রস্তুত হয়ে পড়েন। উত্তর দিতে গিয়ে 'মিঃ মুখার্জি?' বলে মন্তব্য করেন। অর্থাৎ তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথা বলতে চাইছিলেন তা বোঝা গেল।
নিজস্ব প্রতিবেদন: এর আগে আলিয়া ভাট এই একই কাণ্ডই ঘটিয়েছিলেন। ২০১৪য় 'কফি উইথ করণ'-এ গিয়ে দেশের রাষ্ট্রপতির নাম বলতে পারেন নি। তবে আলিয়া একা নন, তাঁর শরিক হলেন আরও একজন। সম্প্রতি ABP-কে দেওয়া একা সাক্ষাৎকারে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে দেশের রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হলে তিনিও অপ্রস্তুত হয়ে পড়েন। উত্তর দিতে গিয়ে 'মিঃ মুখার্জি?' বলে মন্তব্য করেন। অর্থাৎ তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কথা বলতে চাইছিলেন তা বোঝা গেল।
তবে দুঃখের বিষয় প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি। তবে টাইগার শ্রফের রিউমার গার্লফ্রেন্ড দিশা পাটনি অবশ্য সঠিক জবাব দেন। জানান, বর্তমান রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ।
টাইগার শ্রফের এই সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হতেই টুইটারে ট্রোলড হল টাইগার।
Finally a true blue Indian hero. Hope Indians have understood the antinational pro Pakistan nature of the Khan triumvirate and will henceforth hold #Bollywood to higher standards of patriotism.@iTIGERSHROFF#Baaghi2 pic.twitter.com/Wf4j2NkUjd
— Rakesh KrishnanSimha (@ByRakeshSimha) April 1, 2018
Tiger Shroff Takes Lesson From His SOTY Alumni Alia On How To Get The President's Name Wrong
— Sagar Gupta (@sagarguptadelhi) April 1, 2018
Even i didnt know the exact name of our president n they are trolling tiger shroff for that @sound_of_random
— Aman (@Mr_Twts) April 1, 2018
So what, I am sure Mr. Kovind, the President of India, also does not know Tiger Shroff's name. It is tit for tat. ( Tiger is a good guy, will be famous soon now for this Alia Bhatt moment)
— Dr.Shweta Gulati (@DrShwetaGulati) March 30, 2018
Hey, Tiger! Watch this video and follow the #AliaWay. @aliaa08 https://t.co/RVdkJWEuC1
— Abhishek (@ImAbhishek28) March 30, 2018
আরও পড়ুন-