টুইটারে নতুন করে আজান বিতর্ক, তাঁর মাঝে প্রকাশ্যে সোনু নিগমের এই বক্তব্য
নতুন করে উঠে আসা এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন সোনু নিগম।
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের এই মুহূর্তে দুবাইতে সপরিবারে আটকে রয়েছেন সোনু নিগম। এই পরিস্থিতিতে নতুন করে মাথাচাড়া দিয়েছে ২০১৭ সালে সোনু নিগমের আজান বিতর্ক। ২০১৭তে মাইক বাজিয়ে আজান নিয়ে প্রতিবাদ করে তোপের মুখে পড়েছিলেন সোনু। সম্প্রতি, কিছু নেটিজেন পুরনো সেই বিতর্ক উস্কে দিয়েছেন। নতুন করে উঠে আসা এই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন সোনু নিগম।
বর্তমান বিশ্বমহামারীর এই সময় সোনু নিগমের যে বক্তব্য প্রকাশ্যে এসেছে তাতে সোনু বলেছেন, ''বর্তমান এই সময় সবাই একসঙ্গে মিলে এই অদৃশ্য শত্রুকে হারানো উচিত। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আর কিছুই হতে পারে না।''
আরও পড়ুন-বর্ষীয়ান অভিনেত্রী তথা শাশুড়িমা অঞ্জনা ভৌমিকের সঙ্গে লকডাউনের মুহূর্তে যীশু সেনগুপ্ত
পাশাপাশি, নিজের ইনস্টা হ্যান্ডেলে সোনু নিগম একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে দুবাইয়ের একটি জিমে শরীরচর্চার মাঝেই সোনুকে কিছু বলতে শোনা গিয়েছে। যেখানে সোনুু নিগম বলেছেন, ''অনেকেই আমাকে ঠিক করে জানেন না, সেকারণেই তাঁরা ঠিক বুঝতে পারেন না। আর আমি এটা খারাপভাবে নিই না, কারণ ওনারা তো ঠিক করে আমাকে জানেনই না। তবে যাঁরা পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ। আমার গুরু আমায় শিখিয়েছিলেন যে সম্মান দেয়, সেই আবার কখনও অসম্মান করে বসে।'' তবে সোনু যে এই বক্তব্য টুইটারে নতুন করে ওঠা আজান বিতর্ক নিয়েই রেখেছেন, তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। প্রসঙ্গত ২০১৭ সালে ওই বিতর্কের পরই তিনি টুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন।
আরও পড়ুন-করোনা প্রাণ কাড়লো জনপ্রিয় মার্কিন র্যাপার ফ্রেড দ্য গডসন-এর
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনুকে নেটিজেনদের প্রশ্ন তোলেন, সোনু এখন দুবাইয়ে রয়েছেন। দুবাই মুসলিম প্রধান দেশ। সেখানে তো তাকে রোজ আজান শুনতে হচ্ছে। এখন কেন বিরোধিতা করছেন না সোনু? অনেকে আবার সোনুর পুরোনো টুইটের স্ক্রিনশট দুবাই পুলিশকে ট্যাগ করছেন। এবং দুবাই পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছেন, সোনুকে গ্রেপ্তার করা হোক৷
তবে এই বিতর্কের মধ্যে সোনুর পাশে দাঁড়িয়েছিলেন গায়ক আদনান সামি। আদনান বলেছিলেন, ''সোনু নিগম একজন অসাধারণ গায়ক, সেকথা যদি ভুলেও যাই, তবুও সোনু আমার কাছে ভাইয়ের মতো। বরাবর তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। আমাকে নিজের মতো করে ভালোবেসেছেন। আমি সোনুকে যতটা ব্যক্তিগতভাবে জানি উনি সবধর্মকে শ্রদ্ধা করেন। দয়া করে ওনাকে বিরক্ত করবেন না।''
প্রসঙ্গত, ২০১৭ সালে মাইক বাজিয়ে আজান নিয়ে সোনু নিগমের করা একটি টুইট ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। একটি টুইটে সোনু লিখেছিলেন, ''ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর আছে। আমি ইসলাম ধর্মাবলম্বী নই। তা সত্ত্বেও কেন আমার আজানের আওয়াজে ঘুম ভাঙবে। এদেশে ধর্মীয় বাধ্যবাধকতা কবে বন্ধ হবে?'' আরও একটি টুইট ঘিরেই জোর বিতর্ক তৈরি হয়। পরে নিজের বক্তব্য খোলসা করে সোনু বলেন, তাঁর প্রতিবাদ ছিল উচ্চস্বরে আওয়াজ নিয়ে। জোরে শব্দ তাঁর কাছে গুণ্ডাগিরির সমতুল। সোনুর দাবি, টুইটে গুরদুয়ারা আর মন্দিরে লাউড স্পিকারের অপব্যবহার নিয়েও লিখেছিলেন তিনি। কিন্তু 'হল্লা মেচেছে' শুধু আজান নিয়ে।
আরও পড়ুন-ব্যালকনি থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, মেয়ে সুহানাই বাঁচিয়েছিল শাহরুখকে!
সেসময়ও সোনুর পাশে দাঁড়িয়েছিলেন জাভেদ আখতার থেকে শুরু করে আরও অনেকেই। প্রসঙ্গত, বর্তমানে সোনু নিগম যখন সপরিবারে দুবাইতে আটকে রয়েছেন, তখনও বিভিন্ন অনলাইন কনসার্ট করে করোনার জন্য ত্রাণ জোগড় করার চেষ্টা করছেন।