সাবধান! মেদ ঝরাতে গিয়ে হতে পারে ক্যানসার

আজকের দিনে মানুষের আলোচনায় একটা জিনিস সবসময়ই উঠে আসছে। তা হলো, ইস মোটা হয়ে যাচ্ছি। আর এই মোটা থেকে রোগা হওয়ার জন্য দৌড়চ্ছেন সবাই। আপনারও কি রোগা হওয়ার ভুত চেপেছে নাকি? নিজের ইচ্ছেমতো ডায়েটিং করছেন? বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শের ধার ধারেন না? বিজ্ঞাপন দেখেই খাচ্ছেন ওষুধ? খুব সাবধান কিন্তু। সাম্প্রতিক গবেষণা রিপোর্ট বলছে, মেদ ঝরাতে গিয়ে হতে পারে ক্যানসার।

Updated By: Jul 19, 2016, 02:50 PM IST
সাবধান! মেদ ঝরাতে গিয়ে হতে পারে ক্যানসার

ওয়েব ডেস্ক: আজকের দিনে মানুষের আলোচনায় একটা জিনিস সবসময়ই উঠে আসছে। তা হলো, ইস মোটা হয়ে যাচ্ছি। আর এই মোটা থেকে রোগা হওয়ার জন্য দৌড়চ্ছেন সবাই। আপনারও কি রোগা হওয়ার ভুত চেপেছে নাকি? নিজের ইচ্ছেমতো ডায়েটিং করছেন? বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শের ধার ধারেন না? বিজ্ঞাপন দেখেই খাচ্ছেন ওষুধ? খুব সাবধান কিন্তু। সাম্প্রতিক গবেষণা রিপোর্ট বলছে, মেদ ঝরাতে গিয়ে হতে পারে ক্যানসার।

আরও পড়ুন এবার রান্নায় অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করার আগে ২বার ভাবুন!

ওভারওয়েট সন্ধ্যাকে বিয়েই করতে চতায়স্ত্রী নিয়ে সমস্যার অন্ত ছিল না প্রেম প্রকাশ তিওয়ারির। তবে ক্লাইম্যাক্সটা সুখের। স্ত্রীকে পিঠে চাপিয়ে দৌড় প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জয়ী হয় প্রেমই।

আরও পড়ুন  কিডনির জন্য মাটন মারাত্মক, জানুন কী বলছেন বিজ্ঞানীরা

.