কৃষি বাঁচাতে রুখতে হবে মাটি কাটা, ২৪ ঘণ্টার সঙ্কল্প

Updated By: Nov 11, 2014, 11:05 AM IST
কৃষি বাঁচাতে রুখতে হবে মাটি কাটা, ২৪ ঘণ্টার সঙ্কল্প

বাঁচাতে হবে মাটি। এটাই সঙ্কল্প। রাজ্যে ইদানিং উদ্বেগজনক হারে বেড়ে গেছে অবৈধ ভাবে মাটি কাটা। এজন্য অনেকটাই দায়ী ইটভাঁটাগুলি। পরিবেশবিদরা বলছেন, এখনই না থামানো গেলে ভবিষ্যতে এই কারণে বড় সমস্যায় পড়বেন রাজ্যবাসী।      

সুজলা-সুফলা জমি। কিন্তু মাটিই যদি না থাকে কোথায় হবে কৃষি? কোথায় ফলবে ফসল?  আর কোথায়ই বা হবে শিল্প? ইটভাটাগুলি যে হারে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে, তা পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ঘোর সঙ্কটে মাটি। দাবি বিজ্ঞানীদের। অথচ ইট তৈরি করতে মাটি ছাড়াও রয়েছে অন্য উপায়। কিন্তু নেওয়া হচ্ছে না সেই পথ। উল্টে সভ্যতার আগুনে পুড়ছে মাটি। ধবংস হচ্ছে পরিবেশের ভারসাম্য।

অভিযোগ, গোটা রাজ্যেই অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ নানা জেলায় প্রতিদিন প্রায় কয়েক হাজার একর জমির মাটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু চোখের সামনে সব দেখেও নির্বিকার প্রশাসন।

 

.