মমতার ধমকেই তড়িৎগতিতে কাজ, চিংড়িহাটায় দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ পুলিসের

একাধিক সিদ্ধান্ত গ্রহণ

Updated By: Nov 17, 2021, 06:45 PM IST
মমতার ধমকেই তড়িৎগতিতে কাজ, চিংড়িহাটায় দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ পুলিসের

নিজস্ব প্রতিবেদন: চিংড়িহাটায় (Chingrighata) দুর্ঘটনা নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর কড়া ধমক। কলকাতা পুলিস এবং বিধাননগর পুলিসকে তীব্র ভর্ৎসনা। এরপরই তৎপর পুলিস ও প্রশাসন। ওই অঞ্চলের দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিল দুই কমিশনারেট।

বুধবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে চিংড়িহাটায় (Chingrighata) দুর্ঘটনার প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, 'চিংড়িহাটায় রোজ দুর্ঘটনা হয় কেন? কলকাতা পুলিস বলে ওটা আমার নয়। বিধাননগর পুলিস বলে ওইটুকুটা আমার। তোমাদের জন্য সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন কেন? আমি ডিজিকে বলেছি, সিপিকেও বলেছি। ওখানে পরপর বেশ কয়েকটা দুর্ঘটনা হয়েছে যা হওয়ার নয়।" তাঁর কড়া নির্দেশ, "আর একটা দুর্ঘটনা যেন না হয়। মানুষের জীবন অনেক দামি।"

মুখ্যমন্ত্রীর ধমকের পরই নড়েচড়ে বসে কলকাতা (Kolkata Police) এবং বিধাননগর পুলিস (Bidhannagar Police)। এরপরই তড়িঘড়ি যৌথ পুলিসি অভিযান। এলাকা পর্যবেক্ষণে গেলেন বিধাননগরের পুলিস কমিশনার সুপ্রতিম সরকার এবং কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সন্তোষ পাণ্ডে। দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করল পুলিস।

এরপরই একগুচ্ছ পদক্ষেপ সিদ্ধান্ত নিল দুই কমিশনারেট।

১. কলকাতা এবং বিধাননগর, দুই কমিশনারেটের পুলিসই ওই অঞ্চলে সমন্বয় রেখে কাজ করবে।

২. ওই এলাকায় দুই তরফ থেকেই বেশি করে বাহিনী মোতায়েন করা হবে। থাকবেন পুলিসের শীর্ষ আধিকারিকরা। 

৩. এলাকায় বাড়ানো হবে CCTV।

৪. দুই কমিশনারেটের তরফেই নজরদারি বাড়ানো হবে।

৫. ভুল বোঝাবুঝি এড়াতে দুই কমিশনারেটের মধ্য়ে এক্তিয়ার ভাগ করা হয়েছে।

আরও পড়ুন: Video: প্রশাসনিক বৈঠকেও লাইম লাইটে মদন, 'রবীন্দ্র সংগীত ছা়ড়া অন্য কিছু গাইছ না তো?' প্রশ্ন মমতার

আরও পড়ুন: Kolkata: অমানবিকতার চূড়ান্ত! ৫-৫টি কুকুরছানাকে বিষ দিয়ে খুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.