বালিগঞ্জে তুলো গোডাউনে আগুন

পাশের বস্তিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু দমকলের তত্পরতায় সেই বিপদ রক্ষা করা যায়। দমকলের চারটি ইঞ্জিন প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

Updated By: Mar 20, 2019, 09:50 AM IST
বালিগঞ্জে তুলো গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদন:  বালিগঞ্জে তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন। মঙ্গলবার মধ্যরাতে বালিগঞ্জ ফাঁড়ির ব্রড স্ট্রিট এলাকায় একটি তুলোর গোডাউনে আগুন লাগে। 

 

দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। 

বামেদের ৫টি আসন ছেড়ে কংগ্রেস সৌজন্য দেখাল না তাচ্ছিল্য?
পাশের বস্তিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু দমকলের তত্পরতায় সেই বিপদ রক্ষা করা যায়। দমকলের চারটি ইঞ্জিন প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিজ্ঞানসম্মত কারণেই প্রতিস্থাপনের অযোগ্য ছয় বছরের খুদের অঙ্গ, ব্যর্থ হল অঙ্গদানের ইচ্ছে
কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে দমকলকর্মীরা মনে করছেন, শর্ট সার্কিটের জেরেই আগুন। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। গোডাউনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। গোডাউন মালিকের দাবি, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।  

.