কারাট গোষ্ঠীর বিরুদ্ধে সরব থাকার পর ফের জোটের পক্ষে সরব গৌতম দেব

২৭ ঘণ্টা আলোচনা করেও ফল না মেলায় এবার পুরো সিপিএম পলিট ব্যুরোই চলে আসছে কলকাতায়। ১০ই জুলাই রাজ্য কমিটির বৈঠকে হাজির থেকে খোঁজার চেষ্টা করবেন জোটের প্রাসঙ্গিকতা। তবে কট্টর জোটপন্থী নেতা গৌতম দেব ফের জানালেন জোটই পথ।

Updated By: Jun 25, 2016, 06:16 PM IST
কারাট গোষ্ঠীর বিরুদ্ধে সরব থাকার পর ফের জোটের পক্ষে সরব গৌতম দেব

ওয়েব ডেস্ক: ২৭ ঘণ্টা আলোচনা করেও ফল না মেলায় এবার পুরো সিপিএম পলিট ব্যুরোই চলে আসছে কলকাতায়। ১০ই জুলাই রাজ্য কমিটির বৈঠকে হাজির থেকে খোঁজার চেষ্টা করবেন জোটের প্রাসঙ্গিকতা। তবে কট্টর জোটপন্থী নেতা গৌতম দেব ফের জানালেন জোটই পথ।

পলিট ব্যুরো- ফের কেন্দ্রীয় কমিটি-৭৩ জনের দীর্ঘ আলোচনা-সমালোচনা। আবার পলিট ব্যুরো। সংবিধান, গঠনতন্ত্র সব ঘেঁটেও কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট কেন, সে ব্যাখ্যা পাননি CPM-এর শীর্ষ নেতারা। প্রকাশ কারাট গোষ্ঠীর দাবি, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে দলের লাইন ভেঙেছেন সূর্যকান্ত মিশ্ররা।

বাংলা ব্রিগেডের পাল্টা দাবি ছিল, রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে এটাই বিকল্প। মানেনি কেন্দ্রীয় কমিটি। কংগ্রেসের সঙ্গে এখন মেলামেশায় আপত্তি না করলেও জোট নিয়ে আরও কাটাছেঁড়া করতে চায় দল। সেই মত ১০ জুলাই রাজ্য কমিটির বৈঠকে কলকাতায় আসছেন পলিটব্যুরোর সব সদস্য। জানবেন, বুঝবেন কেন এ রাজ্যে অধিকাংশ নেতার মুখে জোট সওয়াল।

কেন্দ্রীয় কমিটির বৈঠকে কারাট গোষ্ঠীর বিরুদ্ধে সরব থাকার পর ফের জোটের পক্ষে সরব গৌতম দেব। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। বরং পঞ্চায়েত ভোটে তৃণমূলকে শিক্ষা দিতে কংগ্রেসকে কতটা প্রয়োজন তাও ব্যাখা দিয়েছেন তিনি। তার মানে গৌতম দেবরা কী ধরেই নিয়েছেন ফের এক জোটে ভোটে লড়বে হাত-হাতুড়ি কাস্তে? সে অনুমতি দেবে তো কেন্দ্রীয় কমিটি? হ্যাঁ বলবেন প্রকাশ কারাটরা? শেষ পর্যন্ত কী হবে ১০ তারিখের বৈঠকে তা অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে।

.